সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

বিশ্ব সেরিব্রাল পলসি দিবস পালিত হবে ৬ অক্টোবর

Posted On: 05 OCT 2023 1:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ অক্টোবর, ২০২৩


বিশ্ব সেরিব্রাল পলসি দিবস সমগ্র বিশ্বে ৬ অক্টোবর পালন করা হয়। জনগণকে এই রোগ সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই এই দিনটি পালিত হয়। প্রতি বছর ৬ অক্টোবর পালিত হওয়া এই সেরিব্রাল পলসি দিবস জনগণকে এই রোগের বিষয়ে সচেতন করার পাশাপাশি আক্রান্তদের প্রতি সহানুভূতি সৃষ্টিতেও সাহায্য করে। সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশু বা বয়স্ক ব্যক্তি অনেক সময়ই সমাজে মূল স্তরে সামিল হওয়ার ক্ষেত্রে বাধা সম্মুখীন হন। বিশ্ব সেরিব্রাল পলসি দিবস এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ায়। ফলে, আক্রান্ত ব্যক্তিরাও আরও বেশি পরিমাণ জনসমর্থন পান। বিশ্ব সেরিব্রাল পলসি দিবস ২০২৩-এর মূল ভাবনা হল ‘একযোগে আরও সংঘবদ্ধ হওয়া’। এই ভাবনাটি সেরিব্রাল পলসি আক্রান্ত মানুষের মধ্যে একতা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়াতে সহায়ক হবে। যখন কোন ব্যক্তি, পরিবার বা সেবা প্রদানকারী ব্যক্তি একযোগে কাজ করেন, তখন তাদের মধ্যে সদর্থক পরিবর্তন দেখা দেয়। 

ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের আওতাধীন দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ন বিষয়ক দপ্তর (ডিইপিডাব্লুডি) দেশে দিব্যাঙ্গদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে নজরদারি চালাবে। সেরিব্রাল পলসি সম্পর্কে বৃহত্তর জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোই এই লক্ষ্য। সারা দেশে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ অক্টোবর ২০২৩ দিনটি বিশ্ব সেরিব্রাল পলসি দিবস হিসেবে পালিত হবে। 

PG/PM/AS



(Release ID: 1964734) Visitor Counter : 104


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu