কেন্দ্রীয়মন্ত্রিসভা

i) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভাড়াটিয়া নিয়ন্ত্রণ ২০২৩ ii) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ভাড়াটিয়া নিয়ন্ত্রণ ২০২৩ iii) লাক্ষাদ্বীপ ভাড়াটিয়া নিয়ন্ত্রণ ২০২৩ জারি

Posted On: 04 OCT 2023 4:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংবিধানের ২৪০ ধারার আওতায় i)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভাড়াটিয়া নিয়ন্ত্রণ ২০২৩ ii) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ভাড়াটিয়া নিয়ন্ত্রণ ২০২৩ iii) লাক্ষাদ্বীপ ভাড়াটিয়া নিয়ন্ত্রণ ২০২৩ জারির প্রস্তাব অনুমোদন করেছে।

এই নিয়ন্ত্রণগুলি ওইসব কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি মালিক ও ভাড়াটিয়ার স্বার্থ ও অধিকারের ভারসাম্য রেখে বাড়ি ভাড়া দেওয়ার এক স্বচ্ছ ও দায়বদ্ধ আইনী কাঠামো সুনিশ্চিত করবে। 
এই নিয়ন্ত্রণগুলি বাড়ি ভাড়ার ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও উদ্যোগকে উৎসাহ দেবে এবং পরিযায়ী শ্রমিক, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মী, পেশাদার, ছাত্র-ছাত্রী সহ সমাজের বিভিন্ন আয়স্তরের মানুষের জন্য পর্যাপ্ত সংখ্যক ভাড়া বাড়ির ব্যবস্থা করবে। এতে উচ্চমানের বাসস্থান ভাড়া পাওয়া সহজ হবে। এই উদ্যোগ আবাসনের ভাড়ার বাজারকে প্রাণবন্ত, সুস্থিত ও অন্তর্ভুক্তিমূলক করে তুলে ক্রমশ একে আনুষ্ঠানিক রূপ দেবে। 

PG/SD/SKD



(Release ID: 1964353) Visitor Counter : 68