নারীওশিশুবিকাশমন্ত্রক
স্বচ্ছ ভারত মিশনের নবম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল স্বচ্ছতা হি সেবার আওতায় নারী ও শিশু বিকাশ মন্ত্রক "এক তারিখ, এক ঘন্টা, এক সাথ" কর্মসূচিতে অংশগ্রহণ করবে
Posted On:
30 SEP 2023 10:58AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
নারী ও শিশু বিকাশ মন্ত্রক স্বচ্ছ ভারত মিশনের নবম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল স্বচ্ছতা হি সেবার আওতায় "এক তারিখ, এক ঘন্টা, এক সাথ" কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সকাল ১০টায় এক ঘন্টার এই কর্মসূচি শুরু হবে। মন্ত্রক দেশজুড়ে ২৯ হাজার অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে ১৫ লক্ষের বেশি মানুষ যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। মন্ত্রের অধীনস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অফ পাবলিক কো-অপারেশন অ্যান্ড চাইল্ড ডেভলপমেন্টের কার্যালয়গুলি ছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ওয়ান স্টপ সেন্টারগুলিতে এই কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চল, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, নদীর তীর সহ সর্বসাধারণের জন্য স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। শিশু, গর্ভবতী মহিলা এবং যেসব মা তাঁদের সন্তানদের বুকের দুধ খাওয়ান - এঁদের সকলকে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তুলতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
PG/CB/AS/
(Release ID: 1962539)
Visitor Counter : 105