আয়ুষ
azadi ka amrit mahotsav

আগামী পয়লা অক্টোবর ‘স্বচ্ছতাই সেবা’ অভিযানের অঙ্গ হিসেবে ‘এক তারিখ, এক ঘন্টা, এক সাথ’ কর্মসূচিতে সামিল হবে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান

Posted On: 27 SEP 2023 4:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

‘স্বচ্ছতাই সেবা’ অভিযানের একটি অঙ্গ হিসেবে ‘এক তারিখ, এক ঘন্টা, এক সাথ’ – এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকবে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। এই কর্মসূচির সূচনা হবে আগামী পয়লা অক্টোবর থেকে।

আয়ুষ মন্ত্রক দেশের বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান, গবেষণা পরিষদ এবং অধীনস্থ সংস্থাগুলির মাধ্যমে ‘এক তারিখ, এক ঘন্টা, এক সাথ’ কর্মসূচির সঙ্গে যুক্ত হবে। ন্যাশনাল কমিশন অফ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন (এনসিআইএসএম) এবং ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথির নেটওয়ার্কগুলির আওতায় যে ৭৫০টি কলেজ রয়েছে, তারাও সামিল হবে এই অভিযানে। মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুরোধ জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সকল আয়ুষ স্বাস্থ্য ও চিকিৎসাকেন্দ্রগুলিতে শ্রমদান কর্মসূচি যাতে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হয়। অন্যদিকে, আয়ুষ মন্ত্রকের আওতায় ১০০টিরও বেশি সংস্থা ও প্রতিষ্ঠানও এই উদ্যোগে সামিল হবে বলে জানানো হয়েছে। 

আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা এ সম্পর্কিত ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন গত ২৫ সেপ্টেম্বর আয়ুষ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে। সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের তিনি জানান যে কার্যক্ষেত্রে গিয়ে এই অভিযানকে সর্বতোভাবে সফল করে তোলার বিষয়টি তাঁদের অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন। অভিযানের বিষয়টির প্রস্তুতি পর্ব দেখভালের জন্য একজন নোডাল অফিসারও নিয়োগ করেছে আয়ুষ মন্ত্রক।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘স্বচ্ছতাই সেবা, ২০২৩’-এর মূল থিম বা বিষয়টি হল – ‘আবর্জনামুক্ত ভারত’।


PG/SKD/DM


(Release ID: 1961878) Visitor Counter : 158