নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাষ্ট্রীয় পোষণ মাস, ২০২৩-এর আওতায় উন্নত পুষ্টির লক্ষ্যে জন-আন্দোলন জারি রাখার অন্যতম প্রধান মঞ্চ হল পোষণ পঞ্চায়েত

Posted On: 27 SEP 2023 12:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর ২০২৩


রাষ্ট্রীয় পোষণ মাস, ২০২৩-এর আওতায় উন্নত পুষ্টির লক্ষ্যে যে জন-আন্দোলন চলছে, তা জারি রাখার অন্যতম প্রধান মঞ্চ হল পোষণ পঞ্চায়েত। স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে স্বাস্থ্য ও পুষ্টিগত পরিষেবা পাওয়া যাচ্ছে। একইসঙ্গে, পুষ্টি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারও চলছে। 

গ্রাম, মহকুমা ও জেলাস্তরে প্রচার ও চিহ্নিতকরণের লক্ষ্যে বিভিন্ন শিবিরের আয়োজন করা হয়েছে, প্রতিটি বাড়িতেও যাওয়া হচ্ছে। পুষ্টি সংক্রান্ত সামগ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল করা হয়েছে। এই অভিযানের লক্ষ্য হল, ব্যক্তিগত ও সমষ্টিগত স্তরে পুষ্টি সংক্রান্ত সচেতনতা গড়ে তোলায় উৎসাহ দেওয়া। সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০ মিশনেও এই লক্ষ্যকেই সামনে রাখা হয়েছে।

রাষ্ট্রীয় পোষণ মাস, ২০২৩-এর মূল ভাবনা হল, ‘মিশন লাইফ’-এর মাধ্যমে পুষ্টির উন্নতি ঘটানো। জল সংরক্ষণ, স্থানীয়ভাবে পাওয়া যায় এমন মরশুমি ফল খাওয়া এবং দেশীয় ভেষজ ও ওষধি, যোগাভ্যাস প্রভৃতির গুরুত্ব সম্পর্কেও অঙ্গনওয়াড়ি কর্মীরা মানুষকে সচেতন করছেন।

অমৃতকালে সুপুষ্টিপ্রাপ্ত ভারতের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন, তা সফল করতে পোষণ মাস, ২০২৩-এর আওতায় বিভিন্ন ধরনের কাজে সাধারণ মানুষকে বিপুল মাত্রায় সামিল করার লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য গ্রাম পঞ্চায়েত ও শহরের পুরসভাগুলিকে কাজে লাগানো হচ্ছে।
 
PG/SD/DM


(Release ID: 1961250) Visitor Counter : 108