সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

১ অক্টোবর স্বচ্ছতার জন্য শ্রমদান কর্মসূচি “এক তারিখ – এক ঘন্টা, বিশেষ প্রোগ্রাম” উপলক্ষে স্বচ্ছতা হি সেবা (এসএইচএস) পোর্টালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান

Posted On: 25 SEP 2023 8:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 

১ অক্টোবর সকাল ১০টায় স্বচ্ছতার জন্য শ্রমদান কর্মসূচি “এক তারিখ – এক ঘন্টা, বিশেষ প্রোগ্রাম” উপলক্ষে স্বচ্ছতা হি সেবা (এসএইচএস) পোর্টালে সংস্কৃতি মন্ত্রক এবং ৪৩টি সংস্থার অনুষ্ঠান দেখা যাবে। সংস্কৃতি মন্ত্রকের অধীন সবকটি ব্যুরো, ডিভিশন এবং সমস্ত সংস্থাকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। 

এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে এএসআই-এর অধীনে (রয়্যাল প্যালেস মান্ডু, মধ্যপ্রদেশ ও দিল্লির লালকেল্লা প্রভৃতি) বিভিন্ন কেন্দ্রীয় সৌধে ধ্বনি ও আলোর প্রদর্শনীর মাধ্যমে “স্বচ্ছতা হি সেবা” এবং “আবর্জনা মুক্ত ভারত” বার্তাকে তুলে ধরা হবে। 

এব্যাপারে সমস্ত সংস্থার গুরুত্বপূর্ণ অফিসারদের অনলাইনে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি রূপায়িত হবে। 

২৫ সেপ্টেম্বর বিকেল ৪টেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রকের পদস্থ আধিকারিক এবং বিভিন্ন সংস্থার শীর্ষ কর্তারা বৈঠক করেন। বৈঠকে স্বচ্ছতা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে প্রকল্প রূপায়ণের প্রস্তুতি পর্বের কাজকর্ম নিয়েও কথা হয়। 


PG/MP/AS


(Release ID: 1960976) Visitor Counter : 159


Read this release in: Hindi , English , Urdu , Punjabi