সারওরসায়নমন্ত্রক

ভারতে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন সংক্রান্ত নীতি এবং এর প্রসারের জন্য প্রকল্পের সূচনা করবেন ডঃ মনসুখ মান্ডভিয়া

Posted On: 25 SEP 2023 3:23PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ 


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সার ও রসায়ন মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আগামীকাল ভারত আন্তর্জাতিক কেন্দ্রে দেশে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন সংক্রান্ত নীতি এবং এর প্রসারের জন্য প্রকল্পের সূচনা করবেন। ফার্মাসিউটিক্যালস দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা এবং নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পল উপস্থিত থাকবেন। 
আগামী এক দশকে ভারতে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তি ক্ষেত্রের বিপুল প্রসার ঘটার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ১২-১৩ হাজার কোটি ডলারের সমতুল আর্থিক লেনদেন এই ক্ষেত্র থেকে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষণা উদ্ভাবন ও উন্নয়নকে উৎসাহ দিতে নতুন এই নীতি প্রণয়ন করা হচ্ছে। 

PG/CB/SB



(Release ID: 1960705) Visitor Counter : 142