বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কলকাতার সিএসআইআর-সিজিসিআরআই-এর উদ্যোগে এক সপ্তাহ এক পরীক্ষাগার কর্মসূচির অঙ্গ হিসেবে মুক্ত দিবস ও দক্ষতা প্রসার কর্মশালার আয়োজন

Posted On: 25 AUG 2023 1:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫  আগস্ট, ২০২৩

 

কলকাতার সিএসআইআর-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইন্সটিটিউট   (সিজিসিআরআই)-এর উদ্যোগে ‘এক সপ্তাহ এক পরীক্ষাগার’ (ওডাব্লুওএল) কর্মসূচির অঙ্গ হিসেবে ২৪ আগস্ট মুক্ত দিবস ও দক্ষতা প্রসার কর্মশালার আয়োজন করা হয়। এর উদ্দেশ্য হল সাধারণ মানুষ এবং কারিগরদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্বন্ধে সচেতনতা তৈরি করা। সিএসআইআর-সিজিসিআরআই-এর অধিকর্তা ডঃ সুমন কুমারী মিশ্র অংশগ্রহণকারীদের স্বাগত জানান। সিএসআইআর- ইন্সটিটিউট অফ মিনারেল্স অ্যান্ড মেটিরিয়াল্স টেকনোলজি-র অধিকর্তা ডঃ রামানুজ নারায়ণ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজ্ঞান ও সমাজের মধ্যে সম্পর্কের বিষয়টির ওপর আলোকপাত করেন। গ্রাম এবং শহর থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী এই কর্মশালায় যোগ দিয়ে দক্ষতা উন্নয়নের অঙ্গ হিসেবে হাতে-কলমে টেরাকোটা সামগ্রী তৈরির কৃৎ-কৌশল সম্পর্কে শিক্ষালাভ করেন। অনুষ্ঠানে সিএসআইআর-সিজিসিআরআই-এর তৈরি বিভিন্ন পণ্য ও প্রযুক্তিকেও তুলে ধরা হয়। 


AC/AB/NS



(Release ID: 1952177) Visitor Counter : 89


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu