রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি বিন্ধ্যগিরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
Posted On:
17 AUG 2023 4:12PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৭ ই আগস্ট, ২০২৩
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ২০২৩-এর ১৭ই আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর ১৭-এ প্রকল্পের ষষ্ঠ জাহাজ বিন্ধ্যগিরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ভাষণে রাষ্ট্রপতি বলেন, বিন্ধ্যগিরির উদ্বোধন ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অগ্রগতির দিশা দেখায়। এটি দেশীয় জাহাজ নির্মাণের মাধ্যমে আত্মনির্ভর ভারতের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি পদক্ষেপ। প্রকল্প ১৭-এ–র অঙ্গ হিসেবে বিন্ধ্যগিরি স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রতি আমাদের অঙ্গীকার এর প্রতিফলন। এই প্রকল্পের মাধ্যমে দেশজ উদ্ভাবনের দ্বারা অত্যাধুনিক প্রযুক্তি বিকাশের সংকল্প প্রকাশিত হয়।
রাষ্ট্রপতি বলেন, বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা অদূর ভবিষ্যতে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছানোর প্রয়াস চালাচ্ছি। তিনি আরও বলেন, ক্রমবর্ধমান অর্থনীতি বলতে বোঝায় আরও বেশি পরিমাণে বাণিজ্য এবং সমুদ্রের মাধ্যমে বাণিজ্য পণ্যের পরিবহণ, যা আমাদের সমৃদ্ধি এবং কল্যাণে সমুদ্রের গুরুত্বকে তুলে ধরে।
রাষ্ট্রপতি বলেন, ভারত মহাসাগর অঞ্চল ও বৃহত্তর ভারত-প্রশান্ত মহাসাগরে নিরাপত্তার অনেক দিক রয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত হুমকির মোকাবিলায় নৌবাহিনীকে সর্বদা সক্রিয় থাকতে হবে।
রাষ্ট্রপতি ভাষণ পড়তে ক্লিক করুন নিম্নলিখিত লিংকে-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/aug/doc2023817240201.pdf
AC / SS/SG
(Release ID: 1949918)
Visitor Counter : 131