প্রধানমন্ত্রীরদপ্তর

৭৭তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নার্স, চিকিৎসক এবং অন্যদের প্রশংসা করেছেন দেশের ভাগ্য বদলে তাঁদের প্রয়াসের জন্য

সারা দেশের ৫০ জন নার্সকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় ঐতিহাসিক লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী থাকার জন্য

“কোভিড আমাদের শিখিয়েছে মানব কেন্দ্রিক প্রয়াস ব্যাতীত বিশ্বের উন্নয়ন সম্ভব নয়”

“জনঔষধি কেন্দ্রগুলি ২০,০০০ কোটি টাকা সাশ্রয়ের মাধ্যমে দেশের মধ্যবিত্ত শ্রেণীকে নতুন শক্তি দিয়েছে”

“আমাদের লক্ষ্য জনঔষধি কেন্দ্রের সংখ্যা ২৫,০০০ করা”

Posted On: 15 AUG 2023 11:17AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ আগস্ট, ২০২৩

 

নতুন দিল্লিতে স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে সারা দেশের ৫০ জন নার্সকে সপরিবারে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় লালকেল্লার প্রাকার থেকে উদযাপনের সাক্ষী থাকা ও অংশগ্রহণ করার জন্য। সরপঞ্চ, শিক্ষক, কৃষক এবং মৎস্যজীবী সহ নানা শ্রেণীর ১,৮০০ বিশেষ অতিথির অংশ হিসেবে তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নার্স, চিকিৎসক এবং অন্যদের প্রশংসা করেছেন দেশের ভাগ্য বদলে তাঁদের প্রয়াসের জন্য। তিনি বলেছেন, কোভিড আমাদের শিখিয়েছে যে মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গী ছাড়া বিশ্বের উন্নয়ন সম্ভব নয়। 

বিশ্ব স্বাস্থ্য ক্ষেত্রে দেশের অবদান বৃদ্ধি করতে সরকারের প্রয়াসের ওপর জোর দিয়ে তিনি বলেছেন যে সরকার আয়ুষ্মান ভারতে ৭০,০০০ কোটি টাকা লগ্নি করেছে, যা বিপিএল পরিবারগুলিকে বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবার গ্যারান্টি দিয়েছে।

অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণে তিনি স্বাস্থ্যকর্মী, বিশেষ করে অঙ্গনওয়াড়িকর্মী এবং আশাকর্মীদের দৃষ্টান্তমূলক অবদানের প্রশংসা করেছেন। ২০০ কোটির বেশি কোভিড টিকাকরণের মাইলফলক অর্জনে তাঁদের নিষ্ঠা এবং নিরলস প্রয়াসের জন্য। তিনি আরও বলেছেন, “কোভিডের আগে এবং পরে বিশ্বকে সহায়তা করার মাধ্যমে ভারত বিশ্বের বন্ধু হিসেবে মান্যতা পেয়েছে।”

এক পৃথিবী, এক স্বাস্থ্য এবং এক ভবিষ্যৎ দর্শনের উল্লেখ করে তিনি বলেছেন, “জনঔষধি কেন্দ্রগুলির মাধ্যমে ২০,০০০ কোটি টাকা সাশ্রয় করে দেশের মধ্যবিত্ত শ্রেণী নতুন শক্তি পেয়েছে। তিনি জানিয়েছেন জনঔষধি কেন্দ্রের সংখ্যা বর্তমানের ১০,০০০ থেকে বাড়িয়ে ভবিষ্যতে ২৫,০০০ করার লক্ষ্যে কাজ চলছে।”


AC/AP/AS



(Release ID: 1949876) Visitor Counter : 86