কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্রে অনুমোদন

Posted On: 16 AUG 2023 4:27PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৬ অগাস্ট, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্রটি অনুমোদিত হয়েছে । কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও প্রবীণ নাগরিক বিষয়ক দফতরের মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয় । 

এই সমঝোতাপত্রের ফলে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সুবিধা হবে । ক্রীড়াবিজ্ঞান, প্রযুক্তি, পরিকাঠামো, ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ, ক্রীড়া সংক্রান্ত প্রশাসন, তৃণমূল স্তরে খেলাধুলায় অংশগ্রহণ এবং বড়বড় খেলা আয়োজনের ক্ষেত্রে তথ্যের আদানপ্রদান করা হবে । ফলস্বরূপ আমাদের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় সুবিধা হবে । এছাড়াও ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হবে ।

অস্ট্রেলিয়ার ক্রীড়াক্ষেত্রও এই সমঝোতাপত্রের মাধ্যমে উপকৃত হবে । 

 

AC/CB /RAB


(Release ID: 1949599) Visitor Counter : 100