স্বরাষ্ট্র মন্ত্রক

তদন্তে উৎকর্ষের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক ২০২৩

Posted On: 12 AUG 2023 10:37AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১২ অগাস্ট, ২০২৩


তদন্তে উৎকর্ষের জন্য ২০২৩ সালে ১৪০ জন পুলিশকর্মীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদকে ভূষিত করা হয়েছে। 

অপরাধের তদন্তে পেশাদারিত্ব ও উৎকর্ষকে স্বীকৃতি দিতে ২০১৮ সাল থেকে এই পদক দেওয়া হচ্ছে। প্রতি বছর ১২ অগাস্ট পদক প্রাপকদের নাম ঘোষণা করা হয়। 

এবার যাঁরা পদক পেয়েছেন তাঁদের মধ্যে সিবিআই-এর ১৫ জন, এনআইএ-র ১২ জন, উত্তরপ্রদেশের ১০ জন, কেরল ও রাজস্থানের ৯ জন, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের ৮ জন, মধ্যপ্রদেশের ৭ জন এবং গুজরাটের ৬ জন পুলিশকর্মী রয়েছেন। পদক প্রাপকদের মধ্যে রয়েছেন ২২ জন মহিলা পুলিশ আধিকারিক। পশ্চিমবঙ্গ থেকে যাঁরা পদক পেয়েছেন তাঁরা হলেন - ইন্সপেক্টর পল্লব কুমার গাঙ্গুলী, ইন্সপেক্টর গৌতম সাহা, ইন্সপেক্টর রানা মিশ্র, ইন্সপেক্টর শ্রাবন্তী ঘোষ, সাব-ইন্সপেক্টর আলতাব হোসেন মল্লিক, সাব-ইন্সপেক্টর চিন্ময় ব্যানার্জী, সাব-ইন্সপেক্টর সুষম মিত্র এবং সাব-ইন্সপেক্টর তুষিময় দাস।

পদক প্রাপকদের সম্পূর্ণ তালিকা www.mha.gov.in-এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

AC/SD/AS/



(Release ID: 1948239) Visitor Counter : 119