রাষ্ট্রপতিরসচিবালয়
ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ব্লাইন্ড-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি
Posted On:
03 AUG 2023 10:49AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ আগস্ট ২০২৩
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ব্লাইন্ড-এর উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিলেন।
রাষ্ট্রপতি বলেন, সমগ্র সমাজের দায়িত্ব বিশেষভাবে সক্ষম মানুষকে মর্যাদা দেওয়া। তাঁরা যাতে যথাযথ শিক্ষা, কাজের সুযোগ পান, সহজে প্রকাশ্য স্থানে যেতে পারেন এবং সুরক্ষিত ও সুন্দর জীবন পান, তা আমাদের নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি দৃষ্টিহীন মানুষকে তাঁদের নিজেদের ক্ষমতার ওপর আস্থা রাখার আবেদন জানান। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে শারীরিক অক্ষমতাকে জ্ঞানার্জন এবং উৎকর্ষ অর্জনের প্রতিবন্ধকতা হিসেবে দেখা হয় না। তিনি ঋষি অষ্টাবক্র এবং মহান কবি সুরদাসের উদাহরণ দেন ও বলেন, “দৃষ্টির থেকে বেশি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি।”
রাষ্ট্রপতি গত ৫০ বছর ধরে দৃষ্টিহীন ব্যক্তিদের জীবনের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ব্লাইন্ড-এর প্রশংসা করেন। তিনি বলেন, ফেডারেশন দৃষ্টিহীন ব্যক্তিদের সমস্যাগুলি সম্পর্কে সমাজকে সচেতন করায় সমাজ আরও বেশি করে অন্তর্ভুক্তিমূলক হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নের জন্য সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিরন্তর প্রয়াস চালাচ্ছে। তাঁর বিশ্বাস, ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ব্লাইন্ড সরকার এবং সমাজের সঙ্গে মিলে সেই কাজকে এগিয়ে নিয়ে যাবে যাতে দৃষ্টিহীন ব্যক্তিদের সার্বিক উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষ্য অর্জন করা যায়।
AC/AP/DM
(Release ID: 1945424)
Visitor Counter : 104