স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের সরকারি বেসরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য

Posted On: 01 AUG 2023 2:23PM by PIB Kolkata

 নয়াদিল্লি,  ০১ আগস্ট, ২০২৩

সরকার জাতীয় মেডিকেল কমিশন আইন ২০১৯-এর আওতায় চিকিৎসা ব্যবস্থার মান নির্ধারণের জন্য একটি পর্ষদ গঠন করেছে। 

ভারতীয় মেডিকেল পরিষদ আইন ১৯৫৬-এর আওতায় মূল্যবোধ ও আচার-আচরণ নিয়ন্ত্রক আইন ২০০২ চালু আছে। চিকিৎসা ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা সম্পর্কে যেসব অভিযোগ আসে তার মোকাবিলার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ডাইরেক্টরেট এবং রাজ্যের চিকিৎসা পরিষদ ব্যবস্থা গ্রহণ করে। তবে অভিযোগকারী যদি রাজ্যের গৃহীত ব্যবস্থায় সন্তুষ্ট না হয় তবে তারা জাতীয় মেডিকেল কমিশনে মূল্যবোধ এবং চিকিৎসা নথিভুক্তিকরণ পর্ষদে আবেদন করতে পারেন। 

নির্দিষ্ট মানের এই চিকিৎসা ব্যবস্থা প্রদানের জন্য এবং নজরে আসে এমন জায়গায় ব্যয় সংক্রান্ত বিস্তারিত তথ্য লিখে রাখার বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। বর্তমানে যথাযথ নিময় না মানলে হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করার সংস্থানও রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে অবহেলা সংক্রান্ত অভিযোগ জেলা/রাজ্য/জাতীয় স্তরে দায়ের করা যায়। 

রাজ্য সরকার এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসার এস পি সিং বাঘেল এই তথ্য জানান। 


CG/PM/NS


(Release ID: 1945055) Visitor Counter : 104


Read this release in: English , Urdu , Tamil , Telugu