কয়লামন্ত্রক
জুলাই মাসে কয়লার উৎপাদন ১৪.১১ শতাংশ বেড়ে ৬৮.৭৫ মিলিয়ন টন হয়েছে
২০২৩-২৪ অর্থবছরে জুলাই মাস পর্যন্ত কয়লার মোট উৎপাদন হয়েছে ২৯২.১২ মিলিয়ন টন
জুলাই-এ কয়লার সরবরাহ ৭৪.৩৩ মিলিয়ন টন ছুঁয়েছে
Posted On:
01 AUG 2023 6:19PM by PIB Kolkata
নতুনদিল্লি ১ লা অগাষ্ট
চলতি বছরের জুলাই মাসে কয়লা মন্ত্রক সামগ্রিক কয়লা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে । জুলাই-এ কয়লার উৎপাদন হয়েছে ৬৮.৭৫ মিলিয়ন টন, যা গত বছরের জুলাই-এর ৬০.২৫ মিলিয়ন টন উৎপাদনকে ছাপিয়ে গেছে । বৃদ্ধির হার ১৪.১১ শতাংশ । চলতি বছরের জুলাই মাসে কোল ইন্ডিয়া উৎপাদন করেছে ৫৩.৬৩ মিলিয়ন টন । গতবছরের জুলাইতে এই পরিমাণ ছিল ৪৭.২৯ মিলিয়ন টন । এক্ষেত্রে বৃদ্ধির হার ১৩.৪১ শতাংশ । চলতি বছরের জুলাই মাস পর্যন্ত কয়লার সামগ্রিক উৎপাদনেও ব্যাপক বৃদ্ধি হয়েছে । চলতি আর্থিক বছরের জুলাই মাস পর্যন্ত মোট উৎপাদনের পরিমাণ আনুমানিক ২৯২.১২ মিলিয়ন টন হতে চলেছে । গত আর্থিক বছর ২০২২-২৩-এর একই সময়ে উৎপাদনের পরিমাণ ছিল ২৬৫.৯৪ মিলিয়ন টন । অর্থাৎ গতবছরের তুলনায় এবছরে উৎপাদন বেড়েছে ৯.৮৪ শতাংশ ।
একইভাবে জুলাই মাসে কয়লার সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে ৭৪.৩৩ মিলিয়ন টনে পৌঁছেছে । আগের বছরের জুলাই-এ এই পরিমাণ ছিল ৬৭.৪৬ মিলিয়ন টন, বৃদ্ধির হার ১০.১৯ শতাংশ । কোম্পানি মালিকানাধীন খনিগুলি থেকে কয়লা সরবরাহও অসামান্য উচ্চতায় পৌঁছেছে । চলতি বছরের জুলাইতে এর পরিমাণ দাঁড়িয়েছে ১১.৪৮ মিলিয়ন টন, যা গত বছরের জুলাইতে ছিল ৯.৭৪ মিলিয়ন টন । বৃদ্ধির হার ১৭.৮৩ শতাংশ । চলতি আর্থিক বছরের জুলাই মাস পর্যন্ত কয়লার সামগ্রিক সরবরাহ ব্যাপকভাবে বেড়ে আনুমানিক ৩১৪.৩০ মিলিয়ন টন হতে চলেছে । গত আর্থিক বছরে একই সময়ে এই পরিমাণ ছিল ২৯১.৫৯ মিলিয়ন টন । বৃদ্ধির হার ৭.৭৯ শতাংশ ।
এরমধ্যে দিয়ে সারা দেশে কয়লার সুষ্ঠু বন্টন সুনিশ্চিত করতে কয়লা সরবরাহ শৃঙ্খলের দক্ষতা ও কার্যকারিতা সুস্পষ্ট হয়ে উঠেছে । কয়লা মন্ত্রক বর্ষায় সময়ে সুস্থিত কয়লা উৎপাদন ও প্রেরণে প্রতিশ্রুতিবদ্ধ । খনির কাজকর্ম অব্যাহত রাখতে এবং খনিগুলির কাজের দক্ষতা বাড়াতে মন্ত্রক বিভিন্ন কৌশল ও পরিকল্পনার রূপায়ণ করেছে ।
কয়লা উৎপাদন, সরবরাহ ও মজুত ভাণ্ডার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কয়লা ক্ষেত্র এখন এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে । অসাধারণ এই বিকাশে নেপথ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ব কয়লা সংস্থাগুলির নিরলস পরিশ্রম ও নিষ্ঠা । শক্তিক্ষেত্রকে নির্ভরযোগ্য ও প্রাণবন্ত করে তোলার লক্ষ্যে কয়লা মন্ত্রক সহযোগিতামূলক প্রয়াস, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং সুস্থিত কর্মপ্রক্রিয়ার ওপর বিশেষ জোর দিচ্ছে ।
AC/SD/CS
(Release ID: 1944981)
Visitor Counter : 125