উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
উত্তর পূর্বাঞ্চলের শিল্পকলার প্রচার
Posted On:
27 JUL 2023 3:02PM by PIB Kolkata
নতুনদিল্লি ২৭ জুলাই,২০২৩
উত্তর পূর্বাঞ্চলের হস্তশিল্প ও তাঁর উন্নয়ন কর্পোরেশন(এনইএইচএইচডিসি)এই অঞ্চলের তৈরি শিল্পকলার প্রচারে বিশেষ উদ্যোগ নিয়েছে । শিল্পীদের সম্ভাবনাময় বাজারের সঙ্গে যুক্ত করা এবং তাদের আয় বৃদ্ধি ও সাংস্কৃতিক ও সামাজিক সুবিধা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ ।
এনইএইচএইচডিসি- ই বাণিজ্য পোর্টাল চালু করেছে । এছাড়া, রয়েছে চলমান বিক্রয় কেন্দ্র “পূর্বশ্রী অন হুইলস” । এনইএইচএইচডিসি অনলাইন বিক্রয় মাধ্যম যেমন অ্যামাজন, ইন্ডিয়া মার্ট, ট্রেড ইন্ডিয়া, ফ্লিপকার্ট, গোকুপ এবং জেমের মাধ্যমে সরাসরি বিক্রয়ের ব্যবস্থা করেছে । এনইএইচএইচডিসি বিভিন্ন সংস্থার সঙ্গে ৩০ টি মউ স্বাক্ষর করেছে । ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রক এবং ভারত সরকার এনইএইচএইচডিসি-কে চিরাচরিত শিল্পক্ষেত্রের জন্য নোডাল সংস্থা হিসেবে মনোনীত করেছে । জাতীয় দক্ষতা উন্নয়ন পর্ষদের সঙ্গে প্রশিক্ষণ সহযোগি হিসেবে নথিভুক্ত রয়েছে এনইএইচএইচডিসি । আদিবাসী সমবায়, বিক্রয় উন্নয়ন ফেডারেশন এবং এনইএইচএইচডিসি-এর মধ্যে অংশীদারিত্ব রয়েছে । আদিবাসি বিষয়ক মন্ত্রকের বিভিন্ন প্রকল্প রূপায়নে একযোগে কাজ করে । উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে টেক্সটাইল পার্ক ও বস্ত্র বিপণি হাব গড়ে তোলা হয়েছে ।
বিগত ৩ বছরে এনইএইচএইচডিসি-র আয় ২০২০-২১ সালে ১০৫.৮৭ লক্ষ টাকা, ২০২১-২২ ৩৬৯.২২ লক্ষ টাকা এবং ২০২২-২৩ সালে ৫৬৫.২২ লক্ষ টাকা ।
বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্সূচির মাধ্যমে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আওতায় এনইএইচএইচডিসি উত্তর পূর্বাঞ্চলের ২ হাজার ৮৯০ জন হস্তশিল্পীকে প্রশিক্ষণ দিয়েছে ।
এছাড়াও এনইএইচএইচডিসি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতিভাবান শিল্পীদের সনাক্ত করে তাদের বিভিন্ন আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে যোগদানের ব্যবস্থা করে । ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে হরিয়ানার ফরিদাবাদে সুরজ কুন্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় এই ধরণের ১২০ জন শিল্পী যোগ দেন । অরুণাচলপ্রদেশ, মনিপুর ও মেঘালয়ে ২০২৩-এর মা্রচ মাসে আয়োজিত মহিলা কনক্লেভে ৪১০ জন মহিলা শি্ল্পী অংশ নেন ।
উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী পণ্য বিপণন ব্যবস্থাপণার সাহায্যে ৬ হাজারের বিশি আদিবাসী শিল্পীর জীবনযাত্রার মানোন্য়নয় হয়েছে ।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বিষক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ।
CG/PM/CS……27-07-2023.. WORD (293)
(Release ID: 1943328)
Visitor Counter : 122