অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

২১টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দরে নীতিগত অনুমোদন

Posted On: 27 JUL 2023 3:39PM by PIB Kolkata

                                                                                                                                                                                                 নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২৩
 
ভারত সরকার গ্রিনফিল্ড এয়ারপোর্টস (জিএফএ) নীতি, ২০০৮ তৈরি করেছিল দেশে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করার জন্য। এই নীতি অনুযায়ী, রাজ্য সরকার সহ যদি কোনও সংস্থা বিমানবন্দর তৈরি করতে চায় তাদের একটি জায়গা বাছতে হবে। এরপর সেই বিমানবন্দর লাভজনক হবে কিনা সে বিষয়ে সমীক্ষা করাতে হবে। এরপর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নীতিগত অনুমোদন পাওয়ার আগে ঐ নির্দিষ্ট স্থানের ছাড়পত্র নিতে হবে।

ভারত সরকার ২১টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন করার জন্য নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এগুলি হল – গোয়ার মোপা; মহারাষ্ট্রের নভি মুম্বাই, সিরডি এবং সিন্ধুদুর্গ; কর্ণাটকের কালাবুরগি, বিজয়পুরা, হাসান, শিবামোগা; মধ্যপ্রদেশের গোয়ালিয়রের দাবরা; উত্তরপ্রদেশের কুশিনগর এবং নয়ডা; গুজরাটের ঢোলেরা এবং বিরাসর; পুদুচেরির কড়াইকল; অন্ধ্রপ্রদেশের দাগাদর্থি, ভোগাপুরম এবং ওরভাকল; পশ্চিমবঙ্গের দুর্গাপুর; সিকিমের পাকিয়ং; কেরলের কান্নুর এবং অরুণাচল প্রদেশের ইটানগরে হলঙ্গি। এর মধ্যে দুর্গাপুর সহ ১১টি গ্রিনফিল্ড বিমানবন্দর চালু হয়ে গেছে।

পাশাপাশি, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক রিজিওনাল কানেক্টিভিটি স্কিম (আরসিএস) – উড়ান (উড়ে দেশ কা আম নাগরিক)-এর সূচনা করে ২১/১০/২০১৬ তারিখে যাতে দেশে আঞ্চলিক বিমান যোগাযোগ বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের কাছে বিমানযাত্রা সুলভ হয়। উড়ান-এর নির্দিষ্ট যাত্রাপথে অবস্থানকারী বিমানবন্দরের উন্নয়ন প্রয়োজন হলে ‘রিভাইভ্যাল / আপগ্রেডেশন অফ আনসার্ভড অ্যান্ড আন্ডার-সার্ভড এয়ারপোর্টস / হেলিপোর্টস / ওয়াটার এরোড্রোমস’ সূচিতে তা করা হবে। এই পর্যন্ত হেলিপোর্ট, ওয়াটার এরোড্রোমস এবং গ্রিনফিল্ড এয়ারপোর্ট সহ ৭৪টি বিমানবন্দর চালু হয়েছে সারা দেশে উড়ান-এর অধীনে ২০১৬ থেকে।

উপরিল্লিখিত ২১টি গ্রিনফিল্ড বিমানবন্দরের মধ্যে ভারত সরকার সাতটি গ্রিনফিল্ড বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে অনুমোদন দিয়েছে। এই সাতটির মধ্যে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) হীরাসর এবং ঢোলেরা - এই দুটি বিমানবন্দর তৈরি করার কাজ হাতে নিয়েছে। এদের জন্য খরচ হবে যথাক্রমে ১,৪০৫ কোটি এবং ১,৩০৫ কোটি টাকা।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক দেশের গ্রিনফিল্ড বিমানবন্দর সহ পরিকাঠামো তৈরি করতে বেসরকারি লগ্নিকারকদের কাছ থেকে লগ্নি পেতে একাধিক পদক্ষেপ নিয়েছে। ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অনুমোদন পেয়েছে এফডিআই নীতির অধীন। এছাড়া একাধিক রাজ্য সরকারকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে যাতে তারা সরকারি-বেসরকারি অংশীদারিত্বে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের জন্য খরচ ধরা হয়েছে ৬৭০ কোটি টাকা।

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরগুলিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে সংশ্লিষ্ট বিমানবন্দর পরিচালকবর্গের সঙ্গে। ২০১৪ থেকে তিরুপতি, বিজয়ওয়াড়া, কুশিনগর এবং মোপা বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল (ডঃ) ভি কে সিং (অবসরপ্রাপ্ত)।

CG/AP/DM/



(Release ID: 1943326) Visitor Counter : 130


Read this release in: Tamil , Telugu , English , Urdu