স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

দমকল পরিষেবার সম্প্রসারণ ও আধুনিকীকরণে প্রকল্প

प्रविष्टि तिथि: 25 JUL 2023 4:53PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ জুলাই, ২০২৩

রাজ্যগুলিতে দমকল পরিষেবার সম্প্রসারণ এবং আধুনিকীরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ৪ জুলাই, ২০২৩ তারিখে একটি প্রকল্প চালু করেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ)-এর অধীনে চালু করা এই প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত দমকল পরিষেবাকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যগুলিতে ৫ হাজার কোটি টাকা খরচ করা হবে।

এই প্রকল্পের অধীনে রাজ্যগুলিতে দমকল পরিষেবার সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করা হবে। এর মধ্যে রয়েছে, নতুন দমকল কেন্দ্র তৈরি, রাজ্যের দমকল প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে শক্তিশালী করা ও ক্ষমতা বাড়ানো, দমকল বাহিনীর জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা, দমকলের সদর কার্যালয় ও শহরাঞ্চলের দমকল কেন্দ্রগুলিকে শক্তিশালী করা, প্রযুক্তিগত উন্নয়ন প্রভৃতি। আইনি ও পরিকাঠামোগত সংস্কারের জন্য রাজ্যগুলিকে অতিরিক্ত ৫০০ কোটি টাকা দেওয়া হবে।

দমকল পরিষেবা রাজ্যের অধীন এবং ভারতীয় সংবিধানের ধারা ২৪৩ (ডব্লু) অনুযায়ী, এই পরিষেবাকে পুরসভার কাজকর্মের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যগুলিতে অগ্নিকাণ্ড সংক্রান্ত কোনো তথ্য কেন্দ্রীয় সরকার রাখে না।

অগ্নিকাণ্ড থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রাথমিক দায়দায়িত্ব হল রাজ্য সরকারগুলির।

লোকসভায় এক প্রশ্নের উত্তরে লিখিতভাবে এই বক্তব্য পেশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।

CG/ MP /SKD/ ReleaseID: 1942468/ 26 July, 2023 / W-  189


(रिलीज़ आईडी: 1942726) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil , Telugu