অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

দেশে ২১টি নতুন গ্রীনফিল্ড বিমানবন্দর স্থাপনে মঞ্জুরি

Posted On: 24 JUL 2023 2:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪  জুলাই, ২০২৩

•    ১১টি গ্রীনফিল্ড বিমানবন্দর ইতিমধ্যে কার্যকর রয়েছে।

কেন্দ্রীয় সরকার দেশে ২১টি নতুন গ্রীনফিল্ড বিমানবন্দর স্থাপনে মঞ্জুরি দিয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গের দুর্গাপুর, সিকিমের পাকইয়ং, অরুণাচলপ্রদেশের হোলোঙ্গি গোয়ার মোপা, নভি মুম্বাই, মহারাষ্ট্রে শিরডি এবং সিন্ধুদুর্গ, কর্ণাটকে কালাবুর্গি, বিজয়পুরা, হাসান এবং শিবমুগ্গা, মধ্যপ্রদেশে দাবরা (গোয়ালিওর), উত্তরপ্রদেশে কুশীনগর এবং নয়ডা, গুজরাটে হিরাসর এবং ঢোলেরা, পুদুচারীতে করাইকাল, অন্ধ্রপ্রদেশে দাগাদারথি, ভোগাপুরম এবং ওরভাকল, কেরালার কুন্নুর।

এর মধ্যে ১১টি গ্রীনফিল্ড বিমানবন্দর ইতিমধ্যেই চালু হয়েছে। এগুলি হল- দুর্গাপুর, শিরডি, কন্নুর, পাকইয়ং, কালাবুরগি, ওরভাকাল, সিন্ধু দুর্গ, কুশীনগর, ইটানগর, মোপা এবং শিবমুগ্গা।

তামিলনাড়ু সরকার অসামরিক বিমান চলাচল মন্ত্রককে রাজ্যের কাঞ্জিপুরম জেলার পারান্দুর-এ একটি গ্রীনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য প্রথম দফার মঞ্জুরি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। গ্রীনফিল্ড বিমানবন্দর নীতি অনুযায়ী ভারতের বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠাতে হয়। এরপর সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনার পর গ্রীনফিল্ড বিমানবন্দরের স্টিয়ারিং কমিটির কাছে প্রস্তাব পাঠানো হয়। তারা সেটি পর্যালোচনা করে স্থান সংক্রান্ত মঞ্জুরি দেন।

গ্রীনফিল্ড বিমানবন্দর নীতি ২০০৮ অনুযায়ী বিমানবন্দর প্রকল্প রূপায়নের দায়িত্ব সংশ্লিষ্ট বিমানবন্দর স্থাপনকারী সংস্থার ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের হয়।

রাজ্যসভায় আজ অসামরিক বিমান চলাচল দপ্তরের প্রতিমন্ত্রী জেনারেল (ডঃ) ভি কে সিং (অবসরপ্রাপ্ত) এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান।


CG/PM/NS….        24.07.23... 220



(Release ID: 1942047) Visitor Counter : 74