ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

দেশে ন্যায্য দামে বাসমতি ব্যতীত সাদা চালের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করতে রপ্তানি নীতি সংশোধন কেন্দ্রের

বাসমতি ছাড়া অন্য সাদা চালের রপ্তানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার

Posted On: 20 JUL 2023 6:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ জুলাই, ২০২৩

 


 
ভারতের বাজারে ন্যায্য দামে বাসমতি নয় এমন সাদা চালের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত করতে রপ্তানি নীতি সংশোধন করল কেন্দ্রীয় সরকার।

দেশে বর্তমানে চালের দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। খুচরো দাম ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত মাসে দাম বেড়েছে ৩ শতাংশ। 

দেশের বাজারে যাতে চালের দাম কম থাকে, সেজন্য ২০২২-এর ৮ সেপ্টেম্বর বাসমতি নয়, এমন সাদা চালের রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এই ২০ শতাংশ শুল্ক চাপানোর পরও এই ধরনের চালের রপ্তানি ৩৩.৬৬ এলএমটি (সেপ্টেম্বর-মার্চ, ২০২১-২২) থেকে বেড়ে ৪২.১২ এলএমটি-তে (সেপ্টেম্বর-মার্চ, ২০২২-২৩) পৌঁছে যায়। চলতি বছরে (এপ্রিল-জুন) ১৫.৫৪ এলএমটি এই চাল রপ্তানি করা হয়েছে। ২০২২-২৩-এ (এপ্রিল-জুন) এই রপ্তানির পরিমাণ ছিল ১১.৫৫ এলএমটি। বৃদ্ধির হিসেবে ৩৫ শতাংশ। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অবস্থা, এল-নিনো এবং জলবায়ু পরিস্থিতির পরিবর্তনের কারণে এই বৃদ্ধি হতে পারে।

দেশে বাসমতি নয় এমন সাদা চাল মোট চাল রপ্তানির ২৫ শতাংশ দখল করে রয়েছে। নিষেধাজ্ঞা জারি হওয়ায় দেশের বাজারে এখন এই চালের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

তবে, বাসমতি নয় এমন সাদা চাল (সিদ্ধ চাল) এবং বাসমতি চালের রপ্তানি নীতিতে কোনও পরিবর্তন হয়নি। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজার অনুযায়ী কৃষকরা যেসব সুবিধা পেতেন, তা বহাল থাকছে।

CG/MP/DM/



(Release ID: 1941344) Visitor Counter : 348


Read this release in: English , Urdu , Hindi , Odia