ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইস্পাত ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ও কার্বন নিঃসরণ হ্রাস করতে ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

प्रविष्टि तिथि: 20 JUL 2023 2:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ জুলাই, ২০২৩


 
কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিঃ নিশিমুরা ইয়াসুতোশি আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ইস্পাত ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ও কার্বন নিঃসরণ হ্রাস করার বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

উভয় পক্ষই দুই দেশের শিল্পক্ষেত্রের পরিস্থিতি বিবেচনা করে একটি নির্দিষ্ট নীতি নির্ধারণের ওপর গুরুত্ব দেন। ইস্পাত ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন ও কার্বন নিঃসরণের মাত্রা কমানো এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে ভারত ও জাপান বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দেশ হওয়ায় বিশ্ব ইস্পাত শিল্পক্ষেত্রে অংশীদারিত্বের মাধ্যমে সুবিধা গ্রহণের বিষয়ে দুই নেতাই সম্মত হন।

সম্প্রতি ভারতের ইস্পাত ক্ষেত্রে জাপানের উৎপাদকদের বিনিয়োগের বিষয়টিতে নজর দিয়ে উভয় পক্ষই দুই দেশের সরকারি-বেসরকারি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়। এর ফলে, আন্তর্জাতিক ইস্পাত শিল্পের উন্নতি হবে। 

উভয় পক্ষই ‘নেট জিরো’ লক্ষ্য পূরণের জন্য নিজেদের সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপ করে। সহযোগিতা বাড়াতে ভারত ও জাপান আগামীদিনে ইস্পাত বিষয়ক আলোচনা ও অন্যান্য সহযোগিতা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

CG/PM/DM


(रिलीज़ आईडी: 1941018) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Telugu