কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

“ টাইমলি পেমেন্টস ” ক্যাটাগরিতে জিইএম পুরস্কার জিতে নিল এনএলসি ইন্ডিয়া লিমিটেড

Posted On: 07 JUL 2023 2:19PM by PIB Kolkata

নতুন দিল্লি ৭ ই জুলাই, ২০২৩

     কয়লা মন্ত্রকের অধীনস্থ নবরত্ন সংস্থা এনএলসি ইন্ডিয়া লিমিটেড ২০২৩ সালের “ টাইমলি পেমেন্টস ” জিইএম পুরস্কার জিতে নিয়েছে।  ই-মার্কেটের ক্ষেত্রে অনন্যসাধারণ কাজের জন্য এই স্বীকৃতি। ২০১৮-১৯ অর্থবর্ষে মাত্র ২.২১ কোটি টাকা মূল্যের সামান্য জিইএম সংগ্রহের মাধ্যমে যাত্রা শুরু করেছিল এনএলসি। ২০২২-২৩ অর্থবর্ষে সেই সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৮৪.৯৩ কোটিতে। সরকারের ই-বিপণন ব্যবস্থায় জিইএম একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। স্বচ্ছতা বজায় রেখে বিভিন্ন পণ্য ও পরিষেবার ক্ষেত্রে এই পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

    এনএলসি-র পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন সংস্থার অধিকর্তা (পরিকল্পনা ও প্রকল্প) শ্রী কে মোহন রেড্ডি। এনএলসি-র সিএমডি শ্রী প্রসন্ন কুমার মোট্টুপল্লী সংস্থার কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

 

 

CG / PM/SG /( Release ID: 1937914 )/ 07 JULY, 2023/.Word (157)


(Release ID: 1938351) Visitor Counter : 100