নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

নতুন দিল্লিতে ৫ – ৭ জুলাই, ২০২৩ দূষণমুক্ত হাইড্রোজেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে

দূষণমুক্ত হাইড্রোজেন ব্যবস্থাপনার মাধ্যমে কার্বনের পরিমাণ হ্রাসের বিশ্বব্যাপী লক্ষ্য অর্জন এর লক্ষ্য

সম্মেলনে বিশেষজ্ঞরা জাতীয় দূষণমুক্ত হাইড্রোজেন মিশনের আওতায় উৎপাদন লক্ষ্য অর্জনের দিশা দেখাবেন : সচিব, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক

Posted On: 28 JUN 2023 1:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুন, ২০২৩

 

আগামী ৫ – ৭ জুলাই, ২০২৩ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ভারত সরকার দূষণমুক্ত হাইড্রোজেন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানী ও শিল্পপতিরা যোগ দেবেন। দূষণমুক্ত হাইড্রোজেন মূল্যশৃঙ্খলের অন্তর্গত সাম্প্রতিক ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টার কার্যালয়ের সহযোগিতায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। 

এই সম্মেলনের মূল লক্ষ্য হল দূষণমুক্ত হাইড্রোজেন ব্যবস্থাপনা গড়ে তুলে দূষণমুক্ত হাইড্রোজেনের মাধ্যমে কিভাবে কার্বন নির্গমণ হ্রাসের বিশ্বব্যাপী লক্ষ্য অর্জন করা যায় তার পন্থা পদ্ধতি স্থির করা। হাইড্রোজেন উৎপাদন, মজুতকরণ, বন্টন ও এর অনুসারী প্রয়োগ ছাড়াও সম্মেলনে এক্ষেত্রে অর্থের যোগান, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি ও স্টার্ট আপ-এর ভূমিকা নিয়ে আলোচনা হবে। 

এই সম্মেলনের ওয়েবসাইট হল :  https://icgh.in. সম্মেলন সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ এখানে পাওয়া যাবে। 

২০৭০ সালের মধ্যে নেট জিরো-তে পৌঁছবার যে লক্ষ্য ভারত নিয়েছে তার পথ সুগম করতে সরকারের উদ্যোগে চালু হয়েছে জাতীয় দূষণমুক্ত হাইড্রোজেন মিশন। এর সঙ্গে সাযুজ্য রেখেই এই সম্মেলনের আয়োজন। 

প্রাক সম্মেলন সাংবাদিক সম্মেলনে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি সচিব ভূপিন্দর সিং ভাল্লা বলেছেন, দূষণমুক্ত হাইড্রোজেনের ধারণা ছড়িয়ে দেওয়া এবং এই বিষয়ে শিল্পমহলের অংশীদারিত্ব হল জাতীয় দূষণমুক্ত হাইড্রোজেন মিশনের অবিচ্ছেদ্য অঙ্গ।

তিনদিনের এই সম্মেলনে ২৫টি অধিবেশন বসবে। যোগ দেবেন দেড় হাজারেরও বেশি প্রতিনিধি।

CG/SD/SKD



(Release ID: 1936000) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu