অর্থমন্ত্রক

২০২৩-২৪ আর্থিক বছরে মোট প্রত্যক্ষ কর সংগ্রহ ১২.৭৩ শতাংশ বেড়েছে


২০২৩-২৪ আর্থিক বছরে নেট প্রত্যক্ষ কর সংগ্রহ বেড়েছে ১১.১৮ শতাংশেরও বেশি

Posted On: 18 JUN 2023 7:31PM by PIB Kolkata


নতুন দিল্লি, ১৮ জুন, ২০২৩

২০২৩-২৪ আর্থিক বছরের প্রত্যক্ষ কর সংগ্রহের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ১৭.০৬.২০২৩ পর্যন্ত কর বাবদ নেট ৩,৭৯,৭৬০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। পূর্ববর্তী আর্থিক বছর ২০২২-২৩ –এ এই সংগ্রহের পরিমাণ ছিল ৩,৪১,৫৬৮ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরে নেট কর বাবদ সংগ্রহ ১১.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নেট প্রত্যক্ষ কর বাবদ যে ৩,৭৯,৭৬০ কোটি টাকা সংগৃহীত হয়েছে (১৭.০৬.২০২৩ পর্যন্ত), তার মধ্যে পৌর কর (সিআইটি) হল ১,৫৬,৯৪৯ কোটি টাকা (রিফান্ডের পর নেট) এবং সিকিউরিটিজ লেনদেন কর (এসটিটি) সহ ব্যক্তিগত আয়কর হল ২,২২,১৯৬ কোটি টাকা (রিফান্ডের পর নেট)।

২০২৩-২৪ আর্থিক বছরে প্রত্যক্ষ কর বাবদ মোট সংগ্রহের পরিমাণ হল (রিফান্ডের আগে) ৪,১৯,৩৩৮ কোটি টাকা। পূর্ববর্তী আর্থিক বছরে এই একই সময়ে মোট কর সংগ্রহের পরিমাণ ছিল ৩,৭১,৯৮২ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরে এক্ষেত্রে কর সংগ্রহের পরিমাণ ১২.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোট কর সংগ্রহ ৪,১৯,৩৩৮ কোটি টাকার মধ্যে পৌর কর (সিআইটি) হল ১,৮৭,৩১১ কোটি টাকা এবং সিকিউরিটিজ লেনদেন কর (এসটিটি) সহ ব্যক্তিগত আয়কর হল ২,৩১,৩৯১ কোটি টাকা। অগ্রিম কর বাবদ ১,১৬,৭৭৬ কোটি টাকা, উৎসমূলে কর সংগ্রহ বাবদ ২,৭১,৮৪৯ কোটি টাকা, স্বমূল্যায়ন কর বাবদ ১৮,১২৮ কোটি টাকা, নিয়মিত মূল্যায়ন কর বাবদ ৯,৯৭৭ কোটি টাকা এবং অন্যান্য খাতে কর সংগ্রহ বাবদ ২,৬০৭ কোটি টাকা রয়েছে।

২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে অগ্রিম কর বাবদ ১,১৬,৭৭৬ কোটি টাকা সংগৃহীত হয়েছে (১৭.০৬.২০২৩ পর্যন্ত)। পূর্ববর্তী আর্থিক বছর ২০২২-২৩ –এর একই সময়ে এই সংগ্রহের পরিমাণ ছিল ১,০২,৭০৭ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে অগ্রিম কর বাবদ সংগ্রহ ১৩.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অগ্রিম কর সংগ্রহের মধ্যে পৌর কর (সিআইটি)-এর পরিমাণ ৯২,৭৮৪ কোটি টাকা এবং ব্যক্তিগত আয়কর (পিআইটি)-এর পরিমাণ ২৩,৯৯১ কোটি টাকা।

২০২৩-২৪ আর্থিক বছরে ৩৯,৫৭৮ কোটি টাকার রিফান্ড দেওয়া হয়েছে (১৭.০৬.২০২৩ পর্যন্ত)। পূর্ববর্তী আর্থিক বছর ২০২২-২৩ –এ এর পরিমাণ ছিল ৩০,৪১৪ কোটি টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে চলতি বছরে বৃদ্ধির হার ৩০.১৩ শতাংশ।


CG/SD/SKD/ ReleaseID: 1933298 / 19 June, 2023



(Release ID: 1933389) Visitor Counter : 127