আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ও ভিয়েতনামের মধ্যে আইন ও বিচার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন থান হাই-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল বিচার বিভাগীয় দফতরের অতিরিক্ত সচিব ডঃ রাজীব মানির সঙ্গে সাক্ষাৎ করেছেন

Posted On: 14 JUN 2023 3:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ ই জুন ২০২৩

    ভারতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত শ্রী নগুয়েন থান হাই-এর নেতৃত্বে ভিয়েতনামের একটি প্রতিনিধিদল শাস্ত্রীভবনে আইন ও বিচার মন্ত্রকের বিচার বিভাগীয় দফতরের অতিরিক্ত সচিব ডঃ রাজীব মানি সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এমাসের শেষের দিকে ভিয়েতনামের বিচারমন্ত্রী শ্রী নগুয়েন থান লং ভারত সফর করবেন। তাঁর সফরের প্রাক্কালে এটি ছিল একটি প্রস্তুতিমূলক বৈঠক।

CG/CB/SG


(Release ID: 1932360) Visitor Counter : 97