নারীওশিশুবিকাশমন্ত্রক
যুব সম্প্রদায়ের আশা-আকাঙ্খা সামাজিক মাধ্যমে তুলে ধরতে মেটা এবং নারী ও শিশু বিকাশ মন্ত্রকের নতুন উদ্যোগ নয়া ভারত কি স্বপ্নে
Posted On:
07 JUN 2023 4:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ জুন, ২০২৩
দেশের যুব সম্প্রদায়কে তাঁদের আশা-আকাঙ্খার কথা জানাতে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী স্মৃতি যুবিন ইরানী এবং মেটা আজ অমৃত জেনারেশন ক্যাম্পেন বা অমৃত প্রজন্মের অভিযানের সূচনা করেছেন। নয়া ভারত কি স্বপ্নে শীর্ষক অভিযানে যুব সম্প্রদায় তাঁদের সৃজনশীল প্রতিভার মাধ্যমে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একটি রিল তৈরি করে পোস্ট করবেন, যেখানে তাঁদের আশা-আকাঙ্খার কথা তুলে ধরা হবে। শ্রীমতী ইরানী বলেন, আমাদের যুব সম্প্রদায় দেশের ভবিষ্যৎ। নতুন এই কর্মসূচির মাধ্যমে তাঁদের উচ্চাকাঙ্খাকে লালিত করা হবে। তাঁরা যাতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন তার জন্য সরকার সব রকমের সহায়তা প্রদান করবে।
মেটা ইন্ডিয়ার পলিসি প্রোগ্রামস অ্যান্ড গভর্নমেন্ট আউটরিচ-এর প্রধান নাতাশা যোগ এই প্রকল্পের বিষয়ে উৎসাহ প্রকাশ করেন। তিনি বলেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে যুব সম্প্রদায় যাতে তাঁদের মনে কথা প্রকাশ করতে পারেন তা নিশ্চিত করতে তাঁদের সংস্থা অঙ্গীকারবদ্ধ। যুব সম্প্রদায়ের ভারত সম্পর্কে ভাবনাকে তুলে ধরার মাধ্যমে আগামী প্রজন্মের নেতৃত্বকে গড়ে তোলা হবে।
এই কর্মসূচিতে উৎসাহী যুবক-যুবতীরা #Amrit Generation ব্যবহার করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় নীতি-নির্দেশিকা ফেসবুকের জিপিএ-র পাতায় অথবা নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সামাজিক মাধ্যমের হ্যান্ডেলে পাওয়া যাবে। এই কর্মসূচীতে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের মধ্যে ৫০ জনকে বাছাই করা হবে। তাঁরা নতুন দিল্লিতে এসে প্রবীণ নীতি প্রণয়নকারী এবং বিশিষ্টজনেদের সঙ্গে মতবিনিময় করবেন, যা তাঁদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। এছাড়াও গুরুগ্রামে মেটা–র দপ্তর ঘুরে দেখার পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিষয়ে নানা তথ্য সংগ্রহ করবেন তাঁরা।
মেটা
মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ গড়ে তুলতে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করে মেটা। ২০০৪ সালে ফেসবুকের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের নতুন একটি ধারা তৈরি হয়। ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ-এর মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ পরস্পরের মাধ্যমে তথ্যের আদান-প্রদান করে থাকেন। সামাজিক প্রযুক্তির জগতে নতুন বিপ্লব আনতে মেটা কাজ করে চলেছে।
CG/CB/NS….
(Release ID: 1930551)
Visitor Counter : 161