শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় স্টার্ট আপ পুরস্কার ২০২২-এর বিজেতা ও ফাইনালিস্টদের হ্যান্ডহোল্ডিং সহায়তা প্রদানের প্রকল্প চালু বিনিয়োগকারী আকর্ষণ, সরকারি সংযোগ, কর্পোরেট ও ইউনিকর্ন সংযোগ, ব্র্যান্ড প্রদর্শন এবং আন্তর্জাতিক বাজারের নাগাল পাওয়ার মত বিভিন্ন সুনির্দিষ্ট ক্ষেত্রেও সহায়তা দেওয়া হচ্ছে

Posted On: 02 JUN 2023 12:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ জুন, ২০২৩

চলতি বছরের দোসরা মে জাতীয় স্টার্ট আপ পুরস্কার ২০২২-এর বিজেতা ও ফাইনালিস্টদের হ্যান্ডহোল্ডিং সহায়তা প্রদান প্রকল্পের সূচনা করলেন শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দপ্তরের সচিব শ্রী রাজেশ কুমার সিং। এর আগে, গত ১৬ই জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবসে ২০২২-এর জাতীয় স্টার্ট আপ পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য, ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীয়ূষ গোয়েল।

বিভিন্ন ভার্চুয়াল ও মুখোমুখি অধিবেশন, প্রতিনিধি দল, প্রদর্শনী এবং বিশেষজ্ঞ জ্ঞানের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। বিজয়ী এবং ফাইনালে জায়গা পাওয়া সংস্থাগুলির বিকাশে একগুচ্ছ প্রয়াস নেওয়া হয়েছে, যা তাদের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে বৃহত্তর সাফল্যের পথে এগোবার সহায়ক হবে। স্টার্ট আপগুলির সার্বিক প্রশিক্ষণ ও বিকাশের লক্ষ্যে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার দপ্তর চাহিদাভিত্তিক সুনির্দিষ্ট সহায়তার ব্যবস্থা করেছে। এর আওতায় বিনিয়োগকারী আকর্ষণ, সরকারি সংযোগ, কর্পোরেট ও ইউনিকর্ন সংযোগ, ব্র্যান্ড প্রদর্শন এবং আন্তর্জাতিক বাজারের নাগাল পাওয়ার মত বিভিন্ন সুনির্দিষ্ট ক্ষেত্রে সহায়তা দেওয়া হচ্ছে।

প্রদর্শনের ব্যবস্থা করা, নেটওয়ার্কিং-এর সুবিধা দেওয়া, নিজেদের ব্র্যান্ডের প্রতি বিশ্বাস গড়ে তোলা, নিজেদের পণ্য সবার কাছে আকর্ষক করে তোলা এবং সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে স্টার্ট আপগুলিকে সহায়তা করা হচ্ছে। এজন্য বিভিন্ন ক্ষেত্রের অংশীদারদের এই প্রকল্পে সামিল করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যেসব অংশীদাররা উপস্থিত ছিলো, তার মধ্যে রয়েছে – সরকারি ই-মার্কেট প্লেস, SIDBI, IVCA, IAN, HSBC, Mobikwik, Good Glam Group, PHDCCI এবং Viacom 18।

২০২০ সালে জাতীয় স্টার্ট আপ পুরস্কারে বিজেতারা বিভিন্ন মন্ত্রক, বিনিয়োগকারী, কর্পোরেট ও মেন্টরদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। দূরদর্শনে স্টার্ট আপ চ্যাম্পিয়নদের নিয়ে ১২টি পর্ব সম্প্রচারিত হয়েছিল, শিল্প মহলের বিশেষজ্ঞরা ফাইনালে জায়গা করে নেওয়া ১৯২টি স্টার্ট আপ সংস্থার সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছিলেন। ২০২১ সালের বিজেতাদের জন্য ৩০টি নলেজ সেশন এবং ১০টিরও বেশি পিচিং সেশনের আয়োজন করা হয়েছিল। বিশেষজ্ঞরা ১৮৫ ঘন্টারও বেশি সময় ধরে তাঁদের পরামর্শ দিয়েছিলেন। দুবাই এক্সপোতে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়েছিল ১১০টিরও বেশি স্টার্ট আপকে।

শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের আওতায় ভারত সরকারের এক অগ্রণী প্রয়াস হল জাতীয় স্টার্ট আপ পুরস্কার। এর উদ্দেশ্য, যে সব স্টার্ট আপ আর্থিক, সামাজিক ও অর্থনৈতিক ভাবে অসাধারণ অবদানের স্বাক্ষর রেখেছে, তাদের চিহ্নিত করা। এই পুরস্কারের প্রথম দু-বছরে ৮০ জন বিজয়ীকে সম্মানিত করা হয়েছে। ফাইনালে জায়গা পেয়েছেন তিনশোরও বেশি প্রতিযোগী। ২০২২ সালের প্রতিযোগিতায় ১৭টি ক্ষেত্র ও ৫০টি উপক্ষেত্র থেকে ৪১টি স্টার্ট আপ, ২-টি ইনকিউবেটর এবং একটি অ্যাক্সিলারেটরকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও কঠিন মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফাইনালে পৌঁছোনো ৮২টি স্টার্ট আপও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখে।

 

CG/SD/AS/


(Release ID: 1929834) Visitor Counter : 98