মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইউজিসি নিয়ন্ত্রণ বিধি, ২০২৩ আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা বিকাশ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদাদানের নিয়মনীতির বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে এই নিয়ন্ত্রণ বিধিতে

प्रविष्टि तिथि: 02 JUN 2023 4:24PM by PIB Kolkata

                                                                                                                                                               নয়াদিল্লি, ২ জুন, ২০২৩
 
কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা বিকাশ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ ইউজিসি-র চেয়ারম্যান অধ্যাপক জগদেশ কুমার এবং শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিব শ্রী সঞ্জয় মূর্তির উপস্থিতিতে ইউজিসি নিয়ন্ত্রণ বিধি, ২০২৩ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা দেওয়া হবে তাদের নিয়ন্ত্রণ সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটির হদিশ রয়েছে এই নিয়ন্ত্রণ বিধি সম্পর্কিত তথ্যাবলীর মধ্যে।

এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ধর্মেন্দ্র প্রধান বলেন যে এই নিয়ন্ত্রণ বিধি অনুসারে বহু উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদাদানের উপযোগী করে তোলার সুযোগ থাকবে। শুধু তাই নয়, সরলীকৃত এই নির্দেশাবলীতে নির্দিষ্ট গুণমান ও উৎকর্ষের ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলির প্রচেষ্টাকে উৎসাহিত করা হবে। একইসঙ্গে, গবেষণার উপযোগী পরিবেশ ও পরিস্থিতিকেও আরও জোরদার করে তোলা সম্ভব হবে। ফলে, দেশের উচ্চতর শিক্ষার কাঠামোটাই পুরো বদলে যেতে পারে। এই বিশেষ সংস্কার প্রচেষ্টার জন্য ইউজিসি-র ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা বিকাশ মন্ত্রী।

উল্লেখ্য, ইউজিসি আইন, ১৯৫৬ অনুসারে বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের তুল্য মর্যাদাদানের কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সরকারি ঘোষণার পর এই প্রতিষ্ঠানগুলি পুরোপুরি বিশ্ববিদ্যালয় না হলেও বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা ভোগ করতে পারবে।

জাতীয় শিক্ষানীতি, ২০২০ ঘোষণার পরপরই নিয়ন্ত্রণ বিধিকে আরও সহজ ও সরল করে তোলার লক্ষ্যে ইউজিসি এক বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটি গঠনের উদ্দেশ্য হল, নিয়ন্ত্রণ বিধির পর্যালোচনার মাধ্যমে তার প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের সুপারিশ করা। নিয়ন্ত্রণ বিধির খসড়াটি কয়েক দফা পরীক্ষানিরীক্ষার পর অবশেষে তা চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সম্মতির জন্য খসড়া নিয়ন্ত্রণ বিধিটি পাঠানো হয় বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব ও পরামর্শ এবং সাধারণের কাছ থেকে মতামত ও প্রতিক্রিয়া গ্রহণের পরই।

নতুন নিয়ন্ত্রণ বিধি অনুসারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা দান করা হবে, সেগুলির কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিকে পূর্বশর্ত বলে ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে এই প্রতিষ্ঠানগুলির যাতে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার কথাও বলা হয়েছে এই নিয়ন্ত্রণ বিধিতে। ছাত্র ভর্তি, বেতন কাঠামো, প্রতিটি কোর্সের ক্ষেত্রে আসন সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, ভর্তির প্রক্রিয়া - পুরো বিষয়টিতে স্বচ্ছতা রক্ষার কথা বলা হয়েছে প্রকাশিত নিয়ন্ত্রণ বিধিতে।

CG/SKD/DM


(रिलीज़ आईडी: 1929829) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Telugu