উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২২ সালে ১১৮.৪৫ লক্ষ অন্তর্দেশীয় এবং ১.০৪ লক্ষ বিদেশি পর্যটক উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি সফর করেছেন

উড়ান প্রকল্পের আওতায় উত্তর-পূর্বাঞ্চলে ১৬টি বিমানবন্দর কার্যকর রয়েছে

Posted On: 27 MAR 2023 6:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৩

ভারত সরকারের পর্যটন মন্ত্রকের প্রাথমিক তথ্যানুযায়ী ২০২২ সালে ১১৮.৪৫ লক্ষ অন্তর্দেশীয় ও ১.০৪ লক্ষ বিদেশি পর্যটক উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি সফর করেছেন।

অসামরিক বিমান চলাচল মন্ত্রক ২০১৬ সালের ২১ অক্টোবর সারা দেশে আকাশপথে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে উড়ান প্রকল্পের সূচনা করেন। উত্তর-পূর্বাঞ্চলের রূপসী, তেজু, তেজপুর, কাশীঘাট, জোরহাট, লীলাবাড়ি, শিলং, পাকইয়ং, ইটানগর এবং ডিমাপুর বিমানবন্দরগুলি উড়ান প্রকল্পের ৬৪টি পথের সঙ্গে যুক্ত রয়েছে। বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলে ১৬টি বিমানবন্দর চালু রয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে যে, ২০২১-২২ অর্থবর্ষে নর্থ – ইস্টার্ন রেলওয়ে ১৪টি নতুন লাইন প্রকল্প বরাদ্দ/অনুমোদন/কার্যকর করেছে। এর দৈর্ঘ্য ১ হাজার ১৮১ কিলোমিটার। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও পর্যটন ক্ষেত্রের মান বাড়াতে এই পরিকাঠামো প্রকল্পগুলি বিশেষভাবে সহায়ক হয়ে উঠছে।

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জল সরবরাহ, বিদ্যুৎ, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নে কাজ করে চলেছে।

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে অন্য রাজ্যগুলির মানুষের, বিশেষ করে যুবক-যুবতীদের মধ্যে যোগাযোগ বাড়াতে ‘যুব সঙ্গম’ - এর উদ্যোগ গ্রহণ করেছে।

পর্যটন মন্ত্রক দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে।

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দেন।

PG/PM/SB


(Release ID: 1911411) Visitor Counter : 159


Read this release in: English , Assamese , Manipuri , Urdu