জাহাজচলাচলমন্ত্রক
গঙ্গা বিলাস গুয়াহাটি পৌঁছল
प्रविष्टि तिथि:
20 FEB 2023 8:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
বিশ্বের সর্ববৃহৎ নদীপথের প্রমোদতরী গঙ্গা বিলাস জাহাজ যাত্রা শুরুর ৪২তম দিনে আজ গুয়াহাটি পৌঁছল বিকেল ৩-৩০ মিনিটে। সরাইঘাট সেতুর কাছে নোঙর করার পর জাহাজে ভ্রমণকারী ২৮ জন পর্যটককে আইডব্লিউএআই পাণ্ডু বন্দরে অভ্যর্থনা জানানো হয়।
জাহাজ থেকে নামার পর যাত্রীদের চা দিয়ে আপ্যায়ন করা হয়। সরাইঘাট সেতুকে পাশে রেখে অস্তগামী সূর্যের বর্ণিল সন্ধ্যায় ব্রহ্মপুত্রের তটে কার্বি এবং তিওয়া সম্প্রদায়ের লোকনৃত্য উপভোগ করেন তাঁরা। যাত্রীদেরকে অভ্যর্থনা জানান অতিরিক্ত মুখ্যসচিব শ্রী মানিন্দর সিং, কাপরূপ মেট্রোর ডেপুটি কমিশনার শ্রী পল্লব গোপাল ঝা, ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের আঞ্চলিক অধিকর্তা শ্রী এ সেলভাকুমার প্রমুখ। আগামীকাল সকালে যাত্রীরা কামাক্ষ্যা মন্দির ঘুরে দেখবেন। মেয়ং ও অন্যান্য স্থানে যাত্রা শুরুর পূর্বে আসাম রাজ্য সংগ্রহালয়ও তাঁরা ঘুরে দেখবেন। হস্তচালিত তাঁত শিল্পের জন্য সমৃদ্ধ আসামের সুয়ালকুচি এর আগে পর্যটকরা ঘুরে দেখেন। মুগা এবং পাট সিল্কের কারুকার্যমণ্ডিত বুনন দেখে পর্যটকরা রীতিমত মুগ্ধ হয়ে যান।
২০২৩-এর ১৩ জানুয়ারি বারাণসী থেকে এই ঐতিহাসিক প্রমোদতরীর আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন রাজ্য – উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ হয়ে জাহাজটি যাত্রার ৩৯ দিনে আসামের ধুবরীতে এসে পৌঁছয়। বারাণসী থেকে যাত্রা শুরু করে বিশ্বের সর্ববৃহৎ নদীপথের প্রমোদতরী হিসেবে আখ্যা পাওয়া গঙ্গা বিলাস যাত্রা শেষ করবে ডিব্রুগড়ের বোগিবিলে এসে।
PG/AB/DM/
(रिलीज़ आईडी: 1901005)
आगंतुक पटल : 188