শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

২০২২এর ডিসেম্বর মাসে ইএসআই প্রকল্পে ১৮ লক্ষ নতুন কর্মীর নাম অন্তর্ভুক্ত হয়েছে

Posted On: 20 FEB 2023 5:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০  ফেব্রুয়ারি, ২০২৩

 

ইএসআই প্রকল্পে ২০২২এর ডিসেম্বর মাসে প্রাথমিক বেতন কাঠামো পরিসংখ্যান আজ প্রকাশিত হয়েছে। এই প্রাথমিক বেতন কাঠামো পরিসংখ্যান অনুযায়ী ১৮ লক্ষ ৩ হাজার কর্মীর নাম ২০২২এর ডিসেম্বর অন্তর্ভুক্ত হয়েছে। 

বার্ষিক পরিসংখ্যানের তুলনামূলক বিচারে ২০২১এর ডিসেম্বরের তুলনায় ইএসআই প্রকল্পে  টাকা দেওয়া কর্মীর সংখ্যা ১৪ লক্ষ ৫২ হাজার বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান থেকে আরও জানা গেছে কর্মচারীদের সামাজিক স্বার্থ সুরক্ষিত রাখার ক্ষেত্রে ২৭ হাজার ৭০০ নতুন প্রতিষ্ঠান কর্মচারী রাজ্য বিমা নিগমের ২০২২এর ডিসেম্বরে নাম অন্তর্ভুক্ত করেছে। সর্বসাকুল্যে ওই মাসে ১৮ লক্ষ ৩ হাজার কর্মচারীর নাম নথিভুক্ত হয়েছে। ২৫ বছর বয়স পর্যন্ত কর্মচারীর সংখ্যা ৮ লক্ষ ৩০ হাজার। এর থেকে বোঝা যাচ্ছে দেশে যুব সম্প্রদায় ভালো কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। লিঙ্গগত বিশ্লেষণের ক্ষেত্রে এই বেতন পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে ডিসেম্বরে মহিলা সদস্যের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার। ডিসেম্বর মাসের এই সংখ্যা থেকে আরও দেখা যাচ্ছে মোট ৮০ জন তৃতীয় লিঙ্গের কর্মীর নাম ইএসআই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ইএসআইসি সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে দায়বদ্ধ।

এই বেতন কাঠামো পরিসংখ্যান প্রাথমিক কারণ প্রতি মুহূর্তেই এর পরিবর্তন হচ্ছে। 


PG/AB/NS



(Release ID: 1900817) Visitor Counter : 138