স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ সর্বশেষ তথ্য

Posted On: 24 JAN 2023 10:48AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪  জানুয়ারি, ২০২৩

 

দেশজুড়়ে কোভিড-১৯ টিকাকরণ অভিযানে এ পর্যন্ত মোট ২২০ কোটি ৩০ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৫ কোটি ১৬ লক্ষ দ্বিতীয় ডোজ এবং ২২ কোটি ৫৭ লক্ষ সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ১৮ হাজার ৩২৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। ভারতে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৯৩১। অ্যাকটিভ রোগীর হার ০.০১ শতাংশ। সুস্থতার হার বর্তমানে ৯৮.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯০ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ৪৯ হাজার ৪৩৬। গত ২৪ ঘণ্টায় ৮৯ জন নতুন আক্রান্ত নথিভুক্ত হয়েছেন। প্রাত্যহিক সংক্রমণের হার ০.০৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ০.০৮ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ কোটি ৪৫ লক্ষ পরীক্ষা হয়েছে; গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৬১ হাজার ৬৭৯টি পরীক্ষা করা হয়।

 

PG/AB/NS


(Release ID: 1893213) Visitor Counter : 134