আদিবাসীবিষয়কমন্ত্রক
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে আদিবাসী বিষয়ক মন্ত্রক নতুন দিল্লির জেএলএন স্টেডিয়ামে আদি শৌর্য – পরব পরাক্রম কা, মিলিটারি ট্যাটো এবং আদিবাসী নৃত্য উপস্থাপিত করবে
Posted On:
20 JAN 2023 12:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জানুয়ারি, ২০২৩
অমৃত মহোৎসব উপলক্ষে এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী (পরাক্রম দিবস) উপলক্ষে ২৩ ও ২৪ জানুয়ারি নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে আদিবাসী বিষয়ক মন্ত্রক নতুন দিল্লির জেএলএন স্টেডিয়ামে আদি শৌর্য – পরব পরাক্রম কা, মিলিটারি ট্যাটো এবং আদিবাসী নৃত্য উপস্থাপিত করবে।
এই অনুষ্ঠানে মিলিটারি ট্যাটোর মধ্যে সশস্ত্র বাহিনীর পরাক্রম তুলে ধরার পাশাপাশি, দেশ জুড়ে ভারতের আদিবাসী সংস্কৃতির বৈচিত্র্য আদিবাসী সম্প্রদায় তুলে ধরবে। আদিবাসী নৃত্য শিল্পীরা দেশের বিভিন্ন প্রান্ত, যেমন – ছত্তিশগড়, কেরল, রাজস্থান, ঝাড়খন্ড, লাদাখ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছেন। হিমাচল প্রদেশের গাড্ডি নাটি, গুজরাটের সিদ্ধি ধামাল, পশ্চিমবঙ্গ থেকে পুরুলিয়ার ছৌ – এরকম আরও অনেক অসাধারণ নৃত্যশৈলী দর্শকরা উপভোগ করার সুযোগ পাবেন।
মহড়ার কাজ দেখতে আদিবাসী বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রীমতী আর জয়া গতকাল অর্থাৎ ১৯ জানুয়ারি অনুষ্ঠান-স্থলটি পরিদর্শন করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রক, ভারতীয় উপকূল বাহিনী এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেন। দর্শকদের আকর্ষিত করার জন্য স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতরে ও বাইরে এবং অনুষ্ঠান-স্থলকে আদিবাসী শৈল্পিক কলায় সজ্জিত করা হবে। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে উভয় মন্ত্রকের আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন। বিশিষ্ট গায়ক কৈলাশ খের সঙ্গীত পরিবেশ করবেন। দু’দিন প্রায় ৬০ হাজারেরও বেশি দর্শক এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
আসন সংরক্ষণ করতে এই লিঙ্কে ক্লিক করুন - https://in.bookmyshow.com/
PG/AB/SB
(Release ID: 1892537)
Visitor Counter : 170