প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মায়ের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

Posted On: 30 DEC 2022 7:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর মায়ের জীবনকে এক মহান শতাব্দীর আখ্যা দিয়ে বলেছেন যে ভগবানের পদতলে তিনি আজ শান্তিলাভ করলেন।

হীরাবেন আজ পরলোক গমন করেছেন। প্রধানমন্ত্রী স্মরণ করেন যে মায়ের মধ্যে তিনি ত্রিমূর্তি প্রত্যক্ষ করেছেন যা এক তপস্বীর জীবনযাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং নিজের মূল্যবোধের প্রতি নিয়োজিত।

শততম জন্মদিবসে মায়ের পরামর্শের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বুদ্ধির সঙ্গে কাজ এবং শুদ্ধ জীবনযাপনের উপদেশ দিয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেছেন –

“মহান এক শতাব্দীর যাত্রা ঈশ্বরের পদতলে শান্তি খুঁজে পেয়েছে। মায়ের মধ্যে আমি ত্রিমূর্তির অনুভব করেছি যা এক তপস্বীর জীবনযাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং নিজের মূল্যবোধের প্রতি নিয়োজিত।

মায়ের শততম জন্মদিনে যখন তাঁর সঙ্গে দেখা করি তখন তিনি আমাকে যা বলেছিলেন তা আমার চিরদিন স্মরণে থাকবে। তিনি বলেছিলেন – કામ કરો બુદ્ધિથી, જીવન જીવો શુદ્ધિથી যার অর্থ হল, বুদ্ধির সঙ্গে কাজ এবং শুদ্ধ জীবনযাপন।”

 

PG/AB/DM/


(Release ID: 1888391) Visitor Counter : 139