শিল্পওবাণিজ্যমন্ত্রক
নতুন দিল্লিতে শ্রী পীযূষ গোয়েল ও বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী শ্রী টিপু মুন্সির সাক্ষাৎ
Posted On:
22 DEC 2022 8:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর ২০২২
নতুন দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প, উপভোক্তা বিষয়ক, খাদ্য, গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী শ্রী টিপু মুন্সির মধ্যে আজ আলোচনা হয়েছে। ২০১৮-র সেপ্টেম্বর মাসে ঢাকাতে দু’দেশের বাণিজ্য মন্ত্রীদের মধ্যে শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-র সম্ভাবনা আরও খতিয়ে দেখতে উভয় দেশ সহমত হওয়ার পর সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি (সিইপিএ)-র বিষয়ে যৌথভাবে সম্ভাব্যতার সমীক্ষা করা হয়েছে।
উভয় দেশ সম্মত হয়েছে যে সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি নতুন কর্মসংস্থান, জীবনধারণের মানোন্নয়ন এবং ভারত ও বাংলাদেশের আরও বেশি সামাজিক ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার ক্ষেত্র প্রস্তুত করবে। এছাড়াও, এই সহযোগিতার মাধ্যমে এক নির্ভরযোগ্য, সুস্থায়ী, আঞ্চলিক মূল্য শৃঙ্খল তৈরি করা হবে।
দ্রুত সম্ভব সিইপিএ নিয়ে আলোচনা শুরু করার ব্যাপারে উভয় দেশ সম্মত হয়েছে।
উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সেগুলি হল - অশুল্ক এবং বন্দরের বিধি-নিষেধ দূর করা, সীমান্ত হাটগুলি নতুন করে খোলা, মানক ও প্রক্রিয়ার ক্ষেত্রে উভয় দেশের সহমত এবং দ্বিপাক্ষিক স্বীকৃতি, ভারতীয় টাকায় বাণিজ্যের বিধি-ব্যবস্থা, যোগাযোগ এবং বাণিজ্য পরিকাঠামোকে শক্তিশালী করা যাতে করে ভারত এবং বাংলাদেশ উভয়েরই ক্ষেত্রে পূর্ণ সামর্থ্য অর্জন করা সম্ভব হয়।
২০২২-এর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ বিবৃতিতে যে সমস্ত বিষয় প্রতিফলিত হয়েছিল তা যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য একযোগে কাজ করার লক্ষ্যে উভয় পক্ষই সম্মত হয়েছে।
PG/AB/DM
(Release ID: 1886064)
Visitor Counter : 127