প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৪ ডিসেম্বর আমেদাবাদে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন
Posted On:
13 DEC 2022 2:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় আমেদাবাদে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রমুখ স্বামী মহারাজ একজন পথপ্রদর্শক ও গুরু ছিলেন। ভারত ও বিশ্বের অগুন্তি মানুষের কাছে অনুপ্রেরণা সৃষ্টিকারী ব্যক্তিত্ব তিনি। এক মহান আধ্যাত্মিক গুরু হিসেবে ব্যাপক সম্মান ও প্রশংসা পান তিনি। আধ্যাত্মবোধ ও মানবতার সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন বিএপিএস স্বামী নারায়ণ সংস্থার নেতা হিসেবে। তিনি লক্ষ লক্ষ মানুষের কল্যাণে কাজ করেছেন। গ্রহণ করেছেন নানা সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় উদ্যোগ।
এইচএইচ প্রমুখ স্বামী মহারাজের জন্ম শতবর্ষে সারা বিশ্বের জনগণ তাঁর জীবন ও কাজের উৎসব উদযাপন করছে। বর্ষব্যাপি সারা বিশ্বে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএপিএস স্বামী নারায়ণ সংস্থা এই উৎসবের আয়োজন করবে শাহীবাগে। ১৫ ডিসেম্বর ২০২২ থেকে ১৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত আমেদাবাদে প্রতিদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে, থাকবে বিশেষ প্রদর্শনী।
১৯০৭ সালে শাস্ত্রীজি মহারাজ বিএপিএস স্বামী নারায়ণ সংস্থা স্থাপন করেন। বেদ শিক্ষার ওপর নির্ভর করে এবং আধ্যাত্মিকতার ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিএপিএস বিশ্বব্যাপি প্রচার চালায়। বিশ্বাস, একতা এবং নিঃস্বার্থ পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করে এই সংস্থা। সমাজের সর্বস্তরের মানুষের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক চাহিদা পূরণও এর লক্ষ্য। বিশ্বব্যাপি নানা মানবিক সহায়তা কাজেও অংশ নেয় বিএপিএস।
PG/PM/NS
(Release ID: 1883764)
Visitor Counter : 126
Read this release in:
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada