প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নাগপুরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Posted On: 11 DEC 2022 2:48PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১১  ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ-এর প্রথম দফার সূচনা করেছেন। ৫২০ কিলোমিটার দীর্ঘ এই পথটি নাগপুর এবং শিরডি-র মধ্যে যোগাযোগ স্থাপন করছে।

প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন;

“আমরা উচ্চ-গুণমান সম্পন্ন পরিকাঠামোর উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। নাগপুর এবং শিরডি-র মধ্যে সড়ক-এর এক অনন্য উদাহরণ। আধুনিক এই সড়ক প্রকল্পের উদ্বোধন করে সড়ক পথে যাত্রাও করেছি। আমি নিশ্চিত মহারাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে এই সড়ক বিশেষ ভূমিকা পালন করবে।”

নাগপুরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানানো হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি, উপমুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী শ্রী নীতীন গড়করি, প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রেক্ষাপট

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগপুর এবং শিরড়ি-র মধ্যে যোগাযোগ স্থাপনকারী ৫২০ কিলোমিটার দীর্ঘ হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ-এর প্রথম দফার সূচনা করেছেন।

দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই সড়ক এক অনন্য উদাহরণ। ৫৫ হাজার কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে মহারাষ্ট্রের ১০টি জেলার ওপর দিয়ে যাতে এই সড়ক পথ এক্সপ্রেসওয়েটি আশেপাশের অন্য ১৪টি জেলার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটাবে। সমৃদ্ধি মহামার্গ দিল্লী-মুম্বাই এক্সপ্রেসওয়ে, জওহরলাল নেহরু, পোর্ট ট্রাস্ট এবং অজন্তা ইলোরা, শিরডি, লোনার-এর মতো পর্যটন ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। মহারাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধি মহামার্গ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

PG/PM/NS


(Release ID: 1883412) Visitor Counter : 135