প্রতিরক্ষামন্ত্রক
ভারত এ পি জে আব্দুল কালাম দ্বীপ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৩-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে
Posted On:
23 NOV 2022 8:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ নভেম্বর ২০২২
ভারত আজ ওড়িশার এ পি জে আব্দুল কালাম দ্বীপ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৩-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ডের আওতায় নিয়মমাফিক উৎক্ষেপণের অঙ্গ হিসেবে এই সফল পরীক্ষা হল। ক্ষেপণাস্ত্রটি পূর্ব নির্ধারিত পাল্লা অতিক্রম করে এবং নির্ধারিত সবক’টি মানই পূরণ করে।
PG/AP/DM
(Release ID: 1878620)
Visitor Counter : 195