তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫৩তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রকাশন বিভাগ নিজেদের সাহিত্য ভান্ডার তুলে ধরেছে
ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সম্বলিত বইগুলি চলচ্চিত্র উৎসবে আগতদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে
মুম্বাই, ২২ নভেম্বর, ২০২২
প্রকাশন বিভাগ ৫৩তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের সাহিত্য ভান্ডার তুলে ধরেছে। ২০-২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় আয়োজিত হচ্ছে দেশের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। প্রকাশন বিভাগ গোয়ার আইনক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদর্শনীর আয়োজন করেছে। এছাড়াও এই বিভাগ ফিল্ম বাজারে উপস্থিত রয়েছে। আইএফএফআই-তে এনএফডিসি আয়োজিত এই ফিল্ম বাজার বহু চর্চিত। এখানে প্রকাশন বিভাগের প্রদর্শনীর পাশাপাশি বই বিক্রির ব্যবস্থাও রয়েছে।
আজাদি কা অমৃত মহোৎসবের আয়োজন বজায় রেখে প্রকাশন বিভাগ ভারতের স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বলিত বিভিন্ন বইয়ের সংগ্রহ নিয়ে এসেছে এই উৎসবে। এখানে আগতদের কাছে এই বইগুলি অন্যতম আর্কষণের কেন্দ্র হয়ে উঠছে। চলচ্চিত্রপ্রেমীরা ভারতীয় চলচ্চিত্র, শিল্প, কলা সংস্কৃতি এবং বিশিষ্ট ব্যক্তিদের ওপর তাঁদের যে বই রয়েছে সেগুলিও এই চলচ্চিত্র উৎসবে নিয়ে এসেছে প্রকাশন বিভাগ। এছাড়া শিশু সাহিত্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের ওপর বইও রয়েছে।
প্রকাশন বিভাগ প্রদর্শনীতে অন্য এক বিষয় চালু করেছে, তা হল আজাদি কোয়েস্ট ক্রীড়া প্রতিযোগিতা। তথ্য সম্প্রচার মন্ত্রক এবং জিঙ্গা যৌথভাবে এই খেলাটি সাজিয়েছে। চলচ্চিত্র উৎসবে আগতরা এখান থেকে এই খেলায় অংশ নিয়ে পুরস্কার জেতার পাশাপাশি এটিকে ডাউনলোডও করে নিতে পারবেন।
প্রকাশন বিভাগ আইএফএফআই-এর প্রোমেনেদে আয়োজিত ফিল্ম বাজারে ই-ওয়ান প্যাভিলিয়নে ২০-২৪ নভেম্বর পর্যন্ত নিজেদের বইয়ের প্রদর্শনী করবে।
PG/PM/NS
(Release ID: 1878312)
Visitor Counter : 185