স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিবার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ২০২২-এ পরিবার পরিকল্পনায় নেতৃত্বদানের জন্য (এক্সেল) ভারত সম্মান অর্জন করেছে

Posted On: 18 NOV 2022 12:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ নভেম্বর ২০২২

 

আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি উন্নত করতে ভারতের প্রচেষ্টা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করল। ভারতই একমাত্র দেশ যে ২০২২-এর পরিবার পরিকল্পনায় নেতৃত্বদানের (এক্সেল) জন্য সম্মান লাভ করেছে। থাইল্যান্ডের পাটায়া শহরে পরিবার পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে ভারত এই সম্মান লাভ করে।

পরিবার পরিকল্পনায় উন্নতিসাধনে ভারতের এই সাফল্যকে সাধুবাদ জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য এক ট্যুইটে তাঁর উচ্ছাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারত পরিবার পরিকল্পনায় নেতৃত্বদানের জন্য মর্যাদাপূর্ণ এক্সেল সম্মান পেয়েছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সঠিক তথ্য নির্ভর এবং বিশ্বস্ত পরিষেবার ভিত্তিতে উন্নত পরিবার পরিকল্পনা প্রদানের স্বীকৃতি।

মহিলা ও তাঁদের স্বাস্থ্যের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ভারত উন্নতি করেছে।

অংশগ্রহণকারী ১২০টিরও বেশি দেশকে নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তি অংশ নিয়েছেন। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক পন্থার প্রয়োগ নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা হয়। এই সম্মেলনে ৩,৫০০ প্রতিনিধি অংশ নেন এবং কয়েক হাজার প্রতিনিধি ভার্চ্যুয়াল মাধ্যমে এতে অংশগ্রহণ করেন।

 

PG/AB/DM/


(Release ID: 1877085) Visitor Counter : 169