পর্যটনমন্ত্রক

শ্রী জি কিষাণ রেড্ডি আইজলে ১৭ নভেম্বর উত্তর পূর্বাঞ্চলের জন্য দশম ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট-এ ভাষণ দেবেন

Posted On: 16 NOV 2022 5:47PM by PIB Kolkata

 

নয়াদিল্লি,  ১৬ নভেম্বর, ২০২২

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক মিজোরামের আইজলে ১৭-১৯ নভেম্বর উত্তর পূর্বাঞ্চলের জন্য দশম ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট (আইটিএম)-এর আয়োজন করছে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি ১৭ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। আইটিএম-২২এর উদ্দেশ্য দেশের ভিতরে-বাইরে উত্তর পূর্বাঞ্চলের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা। মিজোরামের মুখ্যমন্ত্রী শ্রী জোরামথাঙ্গাও অনু্ষ্ঠানে উপস্থিত থাকবেন।

তিন দিনের আইটিএম-এ যোগ দেবেন উত্তর পূর্বের পর্যটন মন্ত্রীরা, উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির উচ্চপদস্থ আধিকারিকরা এবং পর্যটন ও পরিষেবাদানকারী সংস্থার প্রধানরা।

২০২২-এর পয়লা ডিসেম্বর থেকে জি২০ অধ্যক্ষতার দায়িত্ব এক বছরের জন্য পালন করবে ভারত, তাই “প্রায়োরিটিজ অফ জি২০ ফর ট্যুরিজম ট্র্যাক”-এর ওপর অনুষ্ঠানে আলোকপাত করা হবে। এই মার্টে ৮টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের পর্যটন ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের সমাবেশ হবে। একে আকর্ষণীয় করে তুলতে ক্রেতা-বিক্রেতা, সংবাদ মাধ্যম, সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যদের মধ্যে আলোচনার ব্যবস্থা রাখার পরিকল্পনা ও সূচি রাখা হয়েছে।

৮টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য তাদের পর্যটন সম্ভাবনা তুলে ধরবে এই মার্টে। থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা এছাড়া আইজল ও তার আশেপাশের স্থানীয় আকর্ষণীয় জায়গাগুলি ঘুরিয়ে দেখানো হবে। দেশে বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য ক্রেতারা উত্তর পূর্বাঞ্চলের বিক্রেতাদের সঙ্গে একের সঙ্গে এক বৈঠক করবেন। এছাড়াও অংশগ্রহণকারী রাজ্যগুলির পণ্যগুলি তুলে ধরতে সুন্দর সুন্দর হস্তশিল্প এবং বস্ত্রের প্রদর্শনীও করা হবে।

ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আয়োজিত হয় ঘুরিয়ে ফিরিয়ে। মিজোরামে এই প্রথম হচ্ছে। এর আগে হয়েছে গুয়াহাটি, তাওয়াং, শিলং, গ্যাংটক, আগরতলা, ইম্ফল এবং কোহিমায়।

 

PG/AP/NS



(Release ID: 1876772) Visitor Counter : 110