কৃষিমন্ত্রক

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে কৃষি ও কৃষককল্যাণ সম্পর্কিত কেন্দ্রীয় কর্মসূচি রূপায়ণের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল নাগাল্যান্ডের মেডজিফেমায়

Posted On: 13 NOV 2022 7:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ নভেম্বর ২০২২

 

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে কৃষি ও কৃষি উৎপাদন সম্পর্কিত প্রধান প্রধান সরকারি কর্মসূচিগুলির রূপায়ণ ও অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে নাগাল্যান্ডের মেডজিফেমায় আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ দপ্তরের সচিব শ্রী মনোজ আহুজা।

বৈঠকে কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ অভিলাক্ষ লিখি জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলে যে কেন্দ্রীয় প্রকল্প ও কর্মসূচিগুলি বর্তমানে রূপায়িত হচ্ছে তাতে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ভোজ্যতেল (পাম তেল) সম্পর্কিত জাতীয় মিশন, ভোজ্য তৈলবীজ সম্পর্কিত জাতীয় কর্মসূচি, সুসংহত বাগিচা উন্নয়ন কর্মসূচি, জৈব মূল্য সংযোজিত ফসল উৎপাদনের সুশৃঙ্খল ব্যবস্থার প্রসার সম্পর্কিত কর্মসূচি, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, কৃষকদের উৎপাদিত সামগ্রীর বিপণন সংক্রান্ত সংস্থা গঠন ও তার উন্নয়ন সম্পর্কিত প্রকল্প, জাতীয় বাঁশ উৎপাদন কর্মসূচি এবং মৌমাছি পালন ও মধু সংগ্রহ সম্পর্কিত জাতীয় কর্মসূচি। এ সম্পর্কিত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি রূপায়ণের অগ্রগতির বিষয়টি বৈঠকে তুলে ধরেন উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।

পাম তেল উৎপাদনের জন্য বীজ ও আনুষঙ্গিক অন্যান্য সামগ্রীর অভাব এবং আর্থিক মঞ্জুরি সম্পর্কিত বিষয়গুলিও ছিল আলোচ্যসূচির মধ্যে। কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ দপ্তরের সংশ্লিষ্ট যুগ্ম সচিব এ সমস্ত বিষয়গুলি নিয়ে রাজ্যগুলির সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করেন।

শ্রী মনোজ আহুজার নেতৃত্বে এক প্রতিনিধিদল ফিল্ড ভিজিটও করেন। তাঁরা কথা বলেন, মোলভম গ্রামের কয়েকজন আনারস উৎপাদকের সঙ্গেও। উদ্বৃত্ত ফসল যাতে গ্রাম পর্যায়েই প্রক্রিয়াকরণ করা যায়, সে সম্পর্কেও তাঁরা আলাপ-আলোচনা করেন।

কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব ডিমাপুরের বাম্বু রিসোর্স সেন্টারটিও পরিদর্শন করেন। বাঁশ থেকে উৎপাদিত বিভিন্ন পণ্যের উৎপাদন ও বিপণনের বিষয়টি ছিল সেখানে আলাপ-আলোচনার বিষয়। বাঁশ গাছ থেকে উৎপাদিত জ্বালানি, আসবাবপত্র ও আগরবাতি তৈরির খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলাপ-আলোচনা হয় তাঁদের মধ্যে। এছাড়া, বাঁশ থেকে উৎপাদিত পণ্যের একটি সংগ্রহশালা গড়ে তোলাও ছিল আলোচ্যসূচির মধ্যে।

নাগাল্যান্ডে মৌমাছি পালন ও মধু সংগ্রহ সম্পর্কিত কর্মসূচি রূপায়ণের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধিদল কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানকার সুযোগ-সুবিধাও খতিয়ে দেখেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের সচিব ও যুগ্ম সচিব উভয়েই পরামর্শ দেন যে নাগাল্যান্ডের মৌমাছি পালন কর্মসূচির প্রসার ও উন্নয়ন সম্পর্কে। এজন্য জাতীয় মৌমাছি পালন ও মধু সংগ্রহ মিশনের সাহায্য নেওয়ারও প্রস্তাব করা হয়। নাগাল্যান্ডে কৃষি ও বাগিচা পালনের ক্ষেত্রে রাজ্য সরকারের কর্মপ্রচেষ্টার বিশেষ প্রশংসাও করে কেন্দ্রীয় দল।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের বৈঠকের কয়েকটি উল্লেখযোগ্য দিক হল রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় পরিকাঠামো সম্প্রসারণ প্রকল্পের কাজ হাতে নেওয়া ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা শেষ করা এবং কৃষিজাত পণ্যের বিকাশে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আইসিএআর, এসএইউ এবং কেভিকে-র মতো গবেষণা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সর্বশেষ কৃষি প্রযুক্তি সম্পর্কে যোগাযোগ রক্ষা করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়।

 

PG/SKD/DM



(Release ID: 1875830) Visitor Counter : 84


Read this release in: English , Urdu , Hindi , Manipuri