প্রতিরক্ষামন্ত্রক
নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের জাপান সফর
Posted On:
10 NOV 2022 5:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ নভেম্বর ২০২২
গত ৫-৯ নভেম্বর নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার সরকারিভাবে জাপান সফর করেন। সফরকালে, ইয়োকোসুকায় জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স (জেএমএসডিএফ)-এর ৭০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা (আইএফআর) প্রত্যক্ষ করেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী শ্রী ফুমিও কিশিদা বিভিন্ন নৌ-বাহিনীর তরফে অংশগ্রহণ করা বিশিষ্ট প্রতিনিধিবর্গের সঙ্গে জেএমএসডিএফ-এর জাহাজ ‘ইজুমো’তে করে এই নৌবহর পর্যালোচনা প্রত্যক্ষ করেন। ভারতীয় যুদ্ধ জাহাজ ‘শিবালিক’ এবং ‘কামোরতা’ এই আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশ নেয়। নৌ-বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লা ‘আইএনএস শিবালিক’ থেকে এই নৌবহর পর্যালোচনাতে অংশ নেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি ভারতীয় যুদ্ধ জাহাজের আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশগ্রহণ আন্তর্জাতিক নৌ-বাহিনীগুলির সামনে জাহাজ নির্মাণে ভারতীয় শিপইয়ার্ডগুলির দক্ষতাকে তুলে ধরে।
আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনার পাশাপাশি, সভাপতি হিসেবে জাপান ইয়োকোহামায় ৭-৮ নভেম্বর অষ্টাদশ ওয়েস্টার্ন প্যাসিফিক ন্যাভাল সিম্পোজিয়াম (ডব্লিউপিএনএস) আয়োজন করে। এই সিম্পোজিয়ামে ভারত ১৯৯৮ সাল থেকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে। ডব্লিউপিএনএস-এ অ্যাডমিরাল আর হরি কুমার নীতি-নির্ভর শাসনের ওপর গুরুত্ব আরোপ করে ভারতীয় নৌ-বাহিনীর দায়বদ্ধতাকে তুলে ধরেন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে যৌথ দায়বদ্ধতার ধারণার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে ইন্ডিয়ান ওশন ন্যাভাল সিম্পোজিয়াম-এর ভূমিকার ওপর আলোকপাত করেন।
এ বছরের ‘মালাবার’ নৌ-মহড়া জাপান আয়োজন করছে। ১৯৯২ থেকে শুরু হওয়া এই মহড়ার ৩০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। জাপানে অনুষ্ঠিত ‘মালাবার’ নৌ-মহড়ায় ভারতীয় নৌ-বাহিনীর পি৮১ সমুদ্রে টহলদারি যুদ্ধ বিমান যোগ দেয়। এই নৌ-মহড়া ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
আন্তর্জাতিক এই নৌ-মহড়া সফলভাবে আয়োজন ও পরিচালনা করার জন্য জেএমএসডিএফ-এর প্রধান অ্যাডমিরাল সাকাই রায়োকে অভিনন্দন জানান অ্যাডমিরাল আর হরি কুমার।
নৌ-বাহিনীর প্রধানের এই জাপান সফর ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বহুস্তরীয় সামুদ্রিক নিরাপত্তায় ভারতের সর্বতো সমর্থনকে তুলে ধরে। এর পাশাপাশি, জাপানের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রও প্রসার লাভ করেছে।
PG/AB/DM
(Release ID: 1875262)
Visitor Counter : 165