সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সেন্ট্রাল ভিস্তায় ৫ ও ৬ নভেম্বর রাজা রামমোহন রায়ের জীবনির ওপর নির্ভর করে একটি নৃত্যনাট্য আয়োজন করা হবে, এর মূল ভাবনা ‘নারী সম্মান’

Posted On: 05 NOV 2022 10:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫  নভেম্বর, ২০২২

 

৫ ও ৬ নভেম্বর কর্তব্য পথ এবং ইন্ডিয়া গেটে (সেন্ট্রাল ভিস্তা)-য় আধুনিক ভারতের জনক হিসেবে পরিচিত রাজা রামমোহন রায়ের জীবনী ভিত্তিক নৃত্যনাট্য প্রদর্শিত হবে। এর শিরোনাম ‘যুগ পুরুষ রাজা রামমোহন রায়’। রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানের মূল ভাবনা ‘নারী সম্মান।’ 

২০২২ সালে ২২ মে রাজা রামমোহন রায়ের আড়াইশো বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এক বছর ব্যাপি উৎসব উদযাপনের আয়োজন করেছে। 

দৃশ্য-শ্রাব্য মাধ্যমের এই উপস্থাপনা প্রতি সপ্তাহে সেন্ট্রাল ভিস্তায় আয়োজিত হবে। নৃত্য নির্দেশনায় নিলয় সেনগুপ্ত। ৪০ জন শিল্পী এই নৃত্যনাট্যটি উপস্থাপন করবেন। 

এই নৃত্যনাট্যের মাধ্যমে দর্শকরা রাজা রামমোহন রায়ের কাজ, তাঁর জীবন, নীতি ও দর্শন সম্পর্কে ঘনিষ্ঠভাবে পরিচিত হবেন। সন্ধ্যে ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। 

১৭৭২ সালে ২২ মে বাংলার রাধানগরে রাজা রামমোহন রায়ের জন্ম। ভারতের ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক সংস্কারে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। 

 

PG/PM/NS


(Release ID: 1874074) Visitor Counter : 154