অর্থমন্ত্রক
রাজস্ব ঘাটতি খাতে ১৪টি রাজ্যকে সপ্তম কিস্তির অনুদান বাবদ ৭,১৮৩ কোটি ৪২ লক্ষ টাকা দেওয়া হল
২০২২-২৩ অর্থ বছরে রাজ্যগুলিকে এবাবদ দেয় মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে ৮৬,২০১ কোটি টাকা
Posted On:
06 OCT 2022 2:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ অক্টোবর ২০২২
পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুসারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বিষয়ক দপ্তর দেশের ১৪টি রাজ্যের অনুকূলে ৭,১৮৩ কোটি ৪২ লক্ষ টাকার রাজস্ব ঘাটতি খাতে অনুদান মঞ্জুর করেছে। এটি হল ক্ষমতার বিকেন্দ্রিকরণ ব্যবস্থার আওতায় রাজস্ব ঘাটতি খাতে দেয় অনুদানের সপ্তম কিস্তি।
উল্লেখ্য, ঐ ১৪টি রাজ্যকে ২০২২-২৩ অর্থ বছরে ৮৬,২০১ কোটি টাকার রাজস্ব ঘাটতি খাতে অনুদান দেওয়ার সুপারিশ করেছে পঞ্চদশ অর্থ কমিশন। ১২টি সমান কিস্তিতে এই অনুদান দেওয়া হয়ে থাকে কেন্দ্রীয় ব্যয় সংক্রান্ত দপ্তরের পক্ষ থেকে। এ বছরের অক্টোবরে সপ্তম কিস্তি মঞ্জুর করার ফলে ২০২২-২৩ অর্থ বছরে ঐ রাজ্যগুলিকে প্রদত্ত মোট অনুদানের পরিমাণ দাঁড়াল ৫০,২৮৩ কোটি ৯২ লক্ষ টাকা। উল্লেখ্য, সংবিধানের ২৭৫ নং অনুচ্ছেদের আওতায় রাজ্যগুলিকে রাজস্ব ঘাটতি খাতে এই অনুদান দেওয়া হয়ে থাকে।
পঞ্চদশ অর্থ কমিশন ২০২২-২৩ অর্থ বছরে যে রাজ্যগুলির অনুকূলে রাজস্ব ঘাটতি খাতে অনুদান দেওয়ার সুপারিশ করেছে সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ।
রাজস্ব ঘাটতি খাতে ২০২২-২৩ অর্থ বছরে এ পর্যন্ত প্রদত্ত অনুদানের রাজ্যভিত্তিক একটি তালিকা এখানে দেওয়া হল :
ক্রমিক সংখ্যা
|
রাজ্য
|
অক্টোবর, ২০২২-এ মঞ্জুরিকৃত সপ্তম কিস্তির পরিমাণ
|
২০২২-২৩ অর্থ বছরে এ পর্যন্ত মঞ্জুরিকৃত অনুদানের পরিমাণ
|
১
|
অন্ধ্রপ্রদেশ
|
৮৭৯.০৮
|
৬১৫৩.৫৮
|
২
|
আসাম
|
৪০৭.৫০
|
২৮৫২.৫০
|
৩
|
হিমাচল প্রদেশ
|
৭৮১.৪২
|
৫৪৬৯.৯২
|
৪
|
কেরালা
|
১০৯৭.৮৩
|
৭৬৮৪.৮৩
|
৫
|
মণিপুর
|
১৯২.৫০
|
১৩৪৭.৫০
|
৬
|
মেঘালয়
|
৮৬.০৮
|
৬০২.৫৮
|
৭
|
মিজোরাম
|
১৩৪.৫৮
|
৯৪২.০৮
|
৮
|
নাগাল্যান্ড
|
৩৭৭.৫০
|
২৬৪২.৫০
|
৯
|
পাঞ্জাব
|
৬৮৯.৫০
|
৪৮২৬.৫০
|
১০
|
রাজস্থান
|
৪০৫.১৭
|
২৮৩৬.১৭
|
১১
|
সিকিম
|
৩৬.৬৭
|
২৫৬.৬৭
|
১২
|
ত্রিপুরা
|
৩৬৮.৫৮
|
২৫৮০.০৮
|
১৩
|
উত্তরাখণ্ড
|
৫৯৪.৭৫
|
৪১৬৩.২৫
|
১৪
|
পশ্চিমবঙ্গ
|
১১৩২.২৫
|
৭৯২৫.৭৫
|
PG/SKD/DM
(Release ID: 1865839)
Visitor Counter : 229