সারওরসায়নমন্ত্রক
তিন বছর ধরে বার্ষিক ১৫ লক্ষ মেট্রিক টন পটাশ সরবরাহের জন্য কানাডার ক্যানপোটেক্স – এর সঙ্গে ভারতের সার কোম্পানীগুলির সমঝোতাপত্র স্বাক্ষর
Posted On:
28 SEP 2022 12:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২
পটাশ সারের সহজলভ্যতার জন্য ভারতের তিনটি সার উৎপাদক সংস্থা – করমন্ডল ইন্টারন্যাশনাল, চম্বল ফার্টিলাইজার্স এবং ইন্ডিয়ান পটাশ লিমিটেড ২৭ সেপ্টেম্বর কানাডার ক্যানপোটেক্স – এর সঙ্গে দীর্ঘমেয়াদী একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। ক্যানপোটেক্স বিশ্বের বৃহত্তম পটাশ রপ্তানীকারক সংস্থা। প্রতি বছর এই সংস্থা ১৩০ লক্ষ মেট্রিক টন পটাশ নানা দেশে রপ্তানী করে। সমঝোতাপত্রটির বিষয়ে কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্যকে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
ভারতীয় কৃষকদের জন্য দীর্ঘমেয়াদীভাবে মিউরেট অফ পটাশ সরবরাহের জন্য এই চুক্তি সহায়ক হবে বলে মন্ত্রী আশা করেন। এর ফলে, পটাশের সরবরাহ দামের ওঠা-নামার ক্ষেত্রে সমস্যা দূর হবে। কেন্দ্র দেশীয় সংস্থাগুলিকে বিদেশি প্রতিষ্ঠানগুলির সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহ দিয়ে থাকে। যেহেতু সারের কাঁচামাল বিদেশ থেকে আমদানী করতে হয়, তাই আন্তর্জাতিক বাজারে দামের ওঠা-নামার সঙ্গে দেশে সারের দামে প্রভাব পড়ে।
ডাঃ মান্ডব্য জানান, ক্যানপোটেক্স আগামী তিন বছর বার্ষিক ১৫ লক্ষ মিলিয়ন টন পটাশ ভারতীয় সংস্থাগুলিকে সরবরাহ করবে। এর ফলে, দেশের সারের সহজলভ্যতা বাড়বে এবং দামের ওঠা-নামার সমস্যা দূর হবে।
আগামী দিনে রাশিয়া, ইজরায়েল সহ অন্যান্য দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী ভিত্তিতে সার আমদানীর বিষয়ে কেন্দ্র উদ্যোগী হয়েছে। সার দপ্তর গুড় থেকে পটাশ সংগ্রহ করে, তা সার তৈরির কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সার তৈরির গুরুত্বপূর্ণ উপাদান পটাশিয়ামের মূল উৎস পটাশ। ভারতকে প্রতি বছর প্রায় ৪০ লক্ষ মেট্রিক টন পটাশ আমদানী করতে হয়। ক্যানপোটেক্স প্রতি বছর ১৩০ লক্ষ মেট্রিক টন পটাশ ৪০টিরও বেশি দেশে রপ্তানী করে - ভারত এর অন্যতম।
PG/CB/SB
(Release ID: 1863364)
Visitor Counter : 179