অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

দিল্লি-সিমলার মধ্যে সরাসরি বিমান চলাচলের সূচনা করলেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্রীমa জেনারেল (অবসরপ্রাপ্ত) ডঃ ভি কে সিং

Posted On: 26 SEP 2022 6:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২২


‘আরসিএস উড়ান’ কর্মসূচির আওতায় গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দর থেকে দিল্লি ও সিমলার মধ্যে সরাসরি বিমান চলাচলের সূচনা করলেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্রীসি জেনারেল (অবসরপ্রাপ্ত) ডঃ ভি কে সিং এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্রীরি শ্রী জয়রাম ঠাকুর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্র্খকের সচিব শ্রী রাজীব বনসল, অতিরিক্ত সচিব শ্রীমতী ঊষা পাড়ি, সাংসদ শ্রী সুরেশ কাশ্যপ, অ্যালায়েন্স এয়ারের সিইও শ্রী বিনীত সুদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দিল্লি এবং হিমাচল প্রদেশের মধ্যে বিমান সংযোগ বাড়াতে অসামরিক বিমান পরিবহণ মন্র্্ক এবং অ্যালায়েন্স এয়ার দিল্লি-সিমলা-দিল্লি রুটে বিমান চলাচলের প্রস্তাব দেয়। ২০২২-এর ২৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন এই রুটে বিমান চলাচল শুরু হয়। সম্পূর্ণ নতুন এটিআর৪২-৬০০ বিমানকে এই রুটে চালানো হবে।
২০১৭ সালে প্রধানমন্রী ্ শ্রী নরেন্র্ট মোদী প্রাথমিকভাবে অ্যালায়েন্স এয়ারের এই বিমান চলাচলের সূচনা করেছিলেন। ‘উড়ান’ কর্মসূচির আওতায় দু’বছরের বেশি তা চলার পর বিমানবন্দরের আধুনিকীকরণ ও উপযুক্ত বিমানের অভাবে তা বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে সিমলা বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র হিমাচল প্রদেশের বিমানবন্দরগুলির মধ্যে সংযোগের জন্যই অ্যালায়েন্স এয়ার এটিআর-৪২ বিমান চালাচ্ছে।
ভাষণে ডঃ সিং বলেন, এই বিমান সংযোগের ফলে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি এবং সিমলার মানুষের সুবিধা হবে। সিমলা থেকে কুলু এবং সিমলা থেকে ধর্মশালার মধ্যে বিমান সংযোগ বাড়াতে মন্র্সক কাজ করছে। হিমাচল প্রদেশ রাজ্য সরকারকে তাদের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
হিমাচল প্রদেশের মুখ্যমন্রীজে শ্রী জয়রাম ঠাকুর এলাকার চাহিদার কথা মাথায় রেখে এটিআর বিমান সংযোগ দেওয়ায় অসামরিক বিমান পরিবহণ মন্র্কককে ধন্যবাদ জানিয়েছেন।
দিল্লি থেকে সকাল ৭-১০ মিনিটে ৯১৮২১ বিমানটি যাত্রা শুরু করবে এবং তা সিমলা পৌঁছবে সকাল ৮-২০ মিনিটে। ফিরতি পথে সিমলা থেকে ৯১৮২২ বিমানটি ৮-৫০ মিনিটে যাত্রা শুরু করে তা দিল্লিতে পৌঁছবে সকাল ১০টায়। সূচনা পর্বে এই রুটে সব মিলিয়ে বিমানের ভাড়া ধার্য হয়েছে ২,১৪১ টাকা।

PG/AB/DM


(Release ID: 1862628) Visitor Counter : 109


Read this release in: Hindi , English , Urdu , Punjabi