প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

গিনি উপসাগরে আইএনএস তারকশ মোতায়েন করা হয়েছে

Posted On: 15 SEP 2022 10:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫  সেপ্টেম্বর, ২০২২

সামুদ্রিক নিরাপত্তা রক্ষার কাজে ভারতীয় নৌবাহিনী অঙ্গীকারবদ্ধ। নৌবাহিনীর রণতরী আইএনএস তারকশ বর্তমানে গিনি উপসাগরে মোতায়েন করা হয়েছে এবং এই রণতরী জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নাইজেরিও নৌবাহিনী চারটি টহলদারি জাহাজ এনএনএস কানো, অসুন, সোকত এবং এনগুরু-র সঙ্গে যৌথভাবে তারকশ এই অভিযানে অংশ নিয়েছে। এরফলে জলদস্যু বিরোধী অভিযান, বিপদে সম্মুখীন জলযানকে সহায়তা করা এবং বিভিন্ন সামরিক অভিযানে ভারতীয় ও নাইজেরিও নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

PG/CB/NS


(Release ID: 1859772) Visitor Counter : 127


Read this release in: English , Urdu , Hindi