ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
২০২২-২৩ খরিফ বিপণন মরশুমে ৫১৮ লক্ষ মেট্রিকটন চাল সংগ্রহের মাত্রা স্থির করা হয়েছে
রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে এক বৈঠকে খরিফ শস্য সংগ্রহের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন সচিবের
Posted On:
30 AUG 2022 8:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ আগস্ট, ২০২২
কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন তথা ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রকের খাদ্য ও গণবন্টন দপ্তরের সচিব শ্রী সুধাংশু পান্ডের নেতৃত্বে আজ বিভিন্ন রাজ্যের খাদ্য সচিব ও ভারতীয় খাদ্য নিগমের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন খরিফ বিপণন মরশুমে খরিফ শস্য সংগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনাই ছিল এদিনের বৈঠক আহ্বানের মূল উদ্দেশ্য। অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড, কর্ণাটক, রাজস্থান, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ও পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সচিব/প্রধান সচিব ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আজকের বৈঠকে।
বৈঠকে জানানো হয় যে ২০২২-২৩ খরিফ মরশুমে ৫১৮ লক্ষ মেট্রিকটন চাল সংগ্রহের মাত্রা স্থির হয়েছে। পূর্ববর্তী খরিফ মরশুমে অর্থাৎ ২০২১-২২ সালে সংগৃহীত চালের পরিমাণ ছিল ৫০৯.৮২ লক্ষ মেট্রিকটন। বৈঠকে আলোচনাকালে খাদ্যশস্য সংগ্রহের আনুষঙ্গিক বিষয়গুলি নিয়েও মতবিনিময় করা হয়।
শ্রী পান্ডে বৈঠকে বলেন, বজরা সংগ্রহের ওপর বিশেষভাবে জোর দেওয়া প্রয়োজন। ২০২৩ সালটিকে আন্তর্জাতিক বজরা বর্ষ হিসেবে ঘোষণাই শুধু এর একমাত্র কারণ নয়, জলবায়ু পরিবর্তনের জন্যও বজরা সংগ্রহের ওপর বিশেষ জোর দেওয়া উচিত বলে মনে করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে চাল ও গমের উৎপাদন নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০২২-২৩ খরিফ মরশুমে ১৩.৭০ লক্ষ মেট্রিকটন মোটা দানা শস্য সংগ্রহেরও প্রস্তাব করা হয়েছে বলে তিনি প্রসঙ্গত জানান। এর মধ্যে এ পর্যন্ত সংগৃহীত মোটা দানা শস্যের পরিমাণ হল ৬.৩০ লক্ষ মেট্রিকটন। খাদ্য শস্য সংগ্রহ ও মজুতের ক্ষেত্রে প্যাকেজিং-এর কিছু সমস্যার কথাও তিনি বৈঠকে তুলে ধরেন। এই সমস্যার নিরসনে ‘স্মার্ট জুট ব্যাগস’-এই নতুন প্রযুক্তির সাহায্যে জুট ব্যাগ উৎপাদনের সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে শ্রী পান্ডে বৈঠকে অবহিত করেন।
PG/SKD/NS
(Release ID: 1855976)
Visitor Counter : 148