নির্বাচনকমিশন

ত্রিপুরায় রাজ্যসভার উপনির্বাচন

Posted On: 31 AUG 2022 12:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১  আগস্ট, ২০২২

রাজ্যসভায় ত্রিপুরার একটি পদ শূন্য হয়েছে। ডাক্তার মানিক সাহা পদত্যাগ করায় ঐ পদটি শূন্য হয়।

শূন্যপদের তারিখ ০৪.০৭.২০২২

কার্যকালের মেয়াদ ০২.০৪.২০২৮

নির্বাচন কমিশন উপরিউক্ত শূন্যপদ পূরণের জন্য উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এইজন্য ৫ সেপ্টেম্বর সোমবার বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। সেগুলি পরীক্ষা করে দেখা হবে ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ২২ সেপ্টেম্বর। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে। একই দিনে ভোট গণনা হবে বিকেল ৫টা থেকে। ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।

নির্বাচন কমিশন দ্বারা জারি করা কোভিড বিধি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে পাওয়া যাবে

https://eci.gov.in/files/file/14151-schedule-for-bye-election-in-3-assembly-constituencies-of-odisha-kerala-and-uttarakhand%E2%80%93-reg/

কোভিড বিধি মেনে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ত্রিপুরার মুখ্যসচিবকে একজন উচ্চপদস্থ আধিকারিক নিয়োগ করার বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে।

PG/PM/NS



(Release ID: 1855974) Visitor Counter : 88